আমাদের কথা খুঁজে নিন

   

‘সিরিয়ায় এখনো ক্ষেপণাস্ত্র পাঠানো হয়নি’

মস্কো এখনো সিরিয়াকে অত্যাধুনিক বিমান-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিতে প্রতিশ্রুতিবদ্ধ বলে সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদ বৃহস্পতিবার ঘোষণা দিলেও রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ক্ষেপণাস্ত্র এখনো পাঠানো হয়নি। এই ক্ষেপণাস্ত্রগুলো সিরিয়ায় পাঠানো নিয়ে আসাদবিরোধী সিরিয়ার প্রতিবেশী ও পশ্চিমা দেশগুলোর মধ্যে ব্যাপক উৎকণ্ঠা বিরাজ করছে। এসব ক্ষেপণাস্ত্র আসাদকে না দেওয়ার জন্য মস্কোকে অনুরোধ জানিয়েছে ওই দেশগুলো । এস-৩০০ নামের রাশিয়ার এই আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রগুলো নিয়ে পশ্চিমাদের উদ্বেগের কারণ হলো, এই ক্ষেপণাস্ত্র আসাদের হাতে থাকলে সিরিয়ার আকাশে তারা ‘উড্ডয়ন নিষিদ্ধ’ এলাকা প্রতিষ্ঠা করতে পারবে না। কারণ ক্ষেপণাস্ত্রটির সাহায্যে সিরিয়ার আকাশসীমার অনেক উচ্চতায় থাকা শত্রু বিমানকেও ভূপাতিত করা যাবে।

আর প্রতিবেশী দেশগুলোর উদ্বেগের কারণ হচ্ছে, এই ক্ষেপণাস্ত্র তাদের (ইসরায়েল, তুরস্ক) আকাশসীমায় থাকা বিমানকেও আঘাত করতে পারবে। সিরিয়ার গৃহযুদ্ধ এখন অন্যতম রক্তাক্ত একটি অধ্যায় পার করছে। এই যুদ্ধে এ পর্যন্ত ৮০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। প্রতিবেশী লেবাননের শিয়া হিজবুল্লাহ গেরিলাদের প্রত্যক্ষ অংশগ্রহণে আসাদ বাহিনী বিদ্রোহীদের ওপর তীব্র পাল্টা হামলা চালাচ্ছে। সিরিয়ার লেবানন সীমান্ত শহর কুসাইরে বিদ্রোহীদের চারপাশ থেকে ঘিরে ফেলেছে আসাদ বাহিনী ও হিজবুল্লাহ গেরিলারা।

আটকে পড়া বিদ্রোহীরা সাহায্যের আবেদন জানিয়েছে। সাহায্য না পেলে পুরো শহরটি ধ্বংসস্তুপে পরিণত হতে পারে বলে সতর্ক করেছে তারা। ইরান ও হিজবুল্লাহর সহায়তায় আসাদ নিজের অবস্থান শক্ত করে তুলেছে। এতে আসাদবিরোধী পশ্চিমা দেশগুলো অনেকটা বেকায়দায় পড়ে গেছে। এ অবস্থায় আসাদকে নিজের অবস্থানের বিষয়ে বেশ প্রত্যয়ী মনে হয়েছে।

হিজবুল্লাহর আল মানার টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, জেনেভায় মস্কো ও ওয়াশিংটনের প্রস্তাবিত শান্তি আলোচনায় তিনি অংশ নেবেন, তবে পাশাপাশি লড়াইও চালিয়ে যাবেন। এই আলোচনায় অংশগ্রহণের মাধ্যমে সিরিয়া বিদ্রোহীদের সহায়তাকারী আন্তর্জাতিক পক্ষগুলোর সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন বলে তিনি জানিয়েছেন। তিনি বলেন, “ক্রীতদাসদের সঙ্গে আলোচনা করা মানে তাদের প্রভুদের সঙ্গেই আলোচনা করা। ” সিরিয়ার আকাশে ‘উড্ডয়ন নিষিদ্ধ’ এলাকা প্রতিষ্ঠায় পশ্চিমা শক্তিগুলোকে বাধা দিতে সিরিয়ায় এস-৩০০ ক্ষেপণাস্ত্র পাঠাবে বলে জানিয়েছে রাশিয়া। আল মানারের উদ্ধৃতি দিয়ে লেবাননের একটি সংবাদপত্র জানিয়েছিল, সাক্ষৎকারে আসাদ বলেছেন মস্কো ক্ষেপণাস্ত্রের প্রথম চালান পাঠিয়ে দিয়েছে।

তবে আল মানারের সাক্ষাৎকারটি প্রচারকালে আসাদকে এ ধরনের কিছু বলতে দেখা যায়নি। সাক্ষাৎকারে এ প্রসঙ্গে তিনি বলেন, “রাশিয়ার সঙ্গে আমাদের যে সব বিষয়ে সমঝোতা হয়েছে তার সবই বাস্তবায়িত হবে, আর এর কিছু এরই মধ্যে বাস্তবায়িত হওয়া শুরু হয়েছে। ” তবে কি বাস্তবায়িত হওয়া শুরু হয়েছে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি। অপরদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, “চুক্তি বাস্তবায়ন করার কাজ শুরু হলেও হার্ডওয়্যার এখনো পাঠানো হয়নি। ”


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.