আমাদের কথা খুঁজে নিন

   

পাবনায় যুবলীগ নেতা হত্যার ঘটনায় মামলা

পাবনার আদালতপাড়ায় বুধবার দিনদুপুরে যুবলীগ নেতা গেদা বাবুকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। পুলিশ বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫০ জনের বিরুদ্ধে গতকাল মামলাটি করেন। পাবনা সদর থানার ওসি জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ঘটনার দিনই পাঁচজনকে অস্ত্রসহ আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে এখনো মামলা হয়নি।

এদিকে নিহত যুবলীগ নেতা গেদা বাবুর লাশের ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হলে বুধবার রাতেই স্থানীয় মাঠে জানাজা শেষে পাবনার আরিফপুর গোরস্থানে তাকে দাফন করা হয়।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.