আমাদের কথা খুঁজে নিন

   

মুনিরীয়া যুব তবলিগের গাউছুল আজম কনফারেন্

কাগতিয়া আলিয়া গাউছুল আজম দরবার শরিফের মোর্শেদ শাহছুফি আল্লামা অধ্যক্ষ ছৈয়্যদ মুহাম্মদ মুনির উল্লাহ আহমদী মাদ্দাজিল্লুহুল আলী বলেছেন, এ দরবারের প্রতিষ্ঠাতার পুরো জীবনটাই উৎসর্গ করেছেন ধর্ম, দেশ ও জাতির কল্যাণে। তার দর্শনে রয়েছে আলোকিত মানুষ গড়ার দিক-নির্দেশনা। তিনি তরিকতের মাধ্যমে হাজার হাজার যুবককে আলোর পথে ফিরিয়ে এনেছেন। গতকাল চট্টগ্রাম লালদীঘি ময়দানে মুনিরীয়া যুব তবলিগ কমিটি বাংলাদেশ আয়োজিত গাউছুল আজম কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বক্তব্য রাখেন জমিয়াতুল মোদার্রেছিনের মহাসচিব অধ্যক্ষ আল্লামা শাব্বীর আহমদ মোমতাজী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সহসভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আবুল মনছুর প্রমুখ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.