আমাদের কথা খুঁজে নিন

   

চুয়াডাঙ্গায় দুই যুবক বরিশালে ব্যবসায়ীকে õ

চুয়াডাঙ্গায় দুই যুবককে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বরিশালে দূরসম্পর্কের ভাগ্নের দায়ের কোপে নিহত হয়েছেন ব্যবসায়ী। পাবনায় চরমপন্থিকে গুলি করে খুন করেছে প্রতিপক্ষ। এদিকে গাজীপুরে যুবকের লাঠির আঘাতে মারা গেছে এক মহিলা। শরীয়তপুর ও ফরিদপুরে উদ্ধার করা হয়েছে দুটি লাশ। প্রতিনিধিদের পাঠানো খবর-

চুয়াডাঙ্গা : দামুড়হুদায় অজ্ঞাত পরিচয় দুই যুবককে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে সন্ত্রাসীরা। উপজেলার দলকা লক্ষ্মীপুর বিল থেকে গতকাল তাদের লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ব্যাপারে দামুড়হুদা থানায় হত্যা মামলা হয়েছে। দামুড়হুদা থানার ওসি জানান, বিলের পাশে গলা কাটা লাশ দুটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দেয়। তাদের পরনে ছিল লুঙ্গি ও খয়েরি জ্যাকেট। বরিশাল : পাওনা টাকা চাওয়ায় কথা কাটাকাটির একপর্যায়ে দূরসম্পর্কের ভাগ্নের দায়ের কোপে খুন হন রাইস মিল ব্যবসায়ী আলতাফ হোসেন শানু। বরিশাল নগরীর সাগরদী পোলে রবিবার সন্ধ্যায় আলতাফকে কুপিয়ে আহত করে ডাব বিক্রেতা সোহেল। শেরে বাংলা মেডিকেলে রাতে তিনি মারা যান। পাবনায় দুইজনকে গুলি করে হত্যা : আটঘরিয়া উপজেলার পরানপুর গ্রামে চরমপন্থি সংগঠন নকশালের আঞ্চলিক নেতা আরশেদ আলী (৪০)কে রবিবার রাতে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা। অপরদিকে সাঁথিয়ায় বকুল হোসেন (৩২) নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গাজীপুরে যুবকের লাঠির আঘাতে মৃত্যু : গাজীপুর প্রতিনিধি জানান, কালীগঞ্জে যুবকের লাঠির আঘাতে দুদ মেহের নামে এক বুদ্ধি প্রতিবন্দী নারীর মৃত্যু হয়েছে। মেহের উপজেলার সেনপাড়ার রুস্তুম আলীর মেয়ে। রবিবার সন্ধ্যায় তুচ্ছ বিষয় নিয়ে মেহের রং মিস্ত্রী জগলু মিয়াকে বকাবকি শুরু করে। এ সময় জগলু লাঠি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই মৃত্যু হয় মেহেরের। শরীয়তপুর ও ফরিদপুরে লাশ উদ্ধার : শরীয়তপুর প্রতিনিধি জানান, নড়িয়া উপজেলার পূর্ব কাপাসপাড়া বিল সংলগ্ন গ্রামের খালের পাড় থেকে গতকাল গৃহবধূ পপির লাশ উদ্ধার করা হয়। ফরিদপুর প্রতিনিধি জানান, শহরতলীর কুমার নদী থেকে গতকাল অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.