নোয়াখালীর নাজিরপুরে যুবলীগ কর্মী মো. আজাদের লাশ উদ্ধার করেছে পুলিশ। এদিকে কুমিল্লায় ছুরিকাঘাতে গ্রামীণ ব্যাংক কর্মকর্তা ও ঝিনাইদহে স্বামীর মারধরে গৃহবধূ নিহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর-
নোয়াখালী : বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য মো. আজাদের লাশ উদ্ধার করেছে পুলিশ। পৌরসভার নাজিরপুরের আনা মিয়া মুন্সী বাড়ির কাছে কালভার্টের পাশ থেকে গতকাল তার লাশ উদ্ধার করা হয়। আজাদ পৌর এলাকার নাজিরপুর গ্রামের আক্কাছ মিয়ার ছেলে। স্থানীয়রা জানান, সকালে এলাকাবাসী নাজিরপুরে একটি কালভার্টের পাশে লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পরিবারের লোকজন লাশ শনাক্ত করেন।
কুমিল্লা : মহানগরীর সুজানগর পূর্বপাড়ায় গতকাল ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গ্রামীণ ব্যাংকের ফিল্ড অফিসার দিলীপ কুমার বণিক নিহত হয়েছেন। দিলীপ চান্দিনা উপজেলার কংগাই গ্রামের প্রবন্ধন কুমারের ছেলে ও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়ন গ্রামীণ ব্যাংক শাখায় কর্মরত ছিলেন। জগন্নাথপুর ইউনিয়ন গ্রামীণ ব্যাংক শাখার ম্যানেজার জানান, গ্রাহকদের কাছ থেকে ঋণের টাকা নিয়ে অফিসে ফেরার পথে ৩-৪ ছিনতাইকারী দিলীপের পথরোধ করে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় ব্যর্থ হয়ে ছিনতাইকারীরা তার পেটে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ঝিনাইদহ : ঝিনাইদহের মহেশপুরে গৃহবধূ শ্যামলি আক্তারকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। গতকাল তার লাশ উদ্ধার করেছে পুলিশ। শ্যামলী চুয়াডাঙ্গা জীবননগরের সুটিয়া গ্রামের কাবিল বিশ্বাসের মেয়ে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।