আমাদের কথা খুঁজে নিন

   

লক্ষ্মীপুরে যুবলীগ কর্মীকে গুলি করে হত্যù

লক্ষ্মীপুরে শাহাদাত হোসেন টিপু নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বেলা ১১টায় সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চাঁদপুর গ্রামের মসজিদ বাড়ি রাস্তার ওপর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। টিপু উপজেলার গোপালপুর গ্রামের হারুনুর রশীদের ছেলে ও স্থানীয় আজিজ বাহিনীর সদস্য ছিলেন বলে জানা যায়। তার লাশ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। পুলিশ ও এলাকাবাসী জানান, বুধবার গভীর রাতে মোবাইলফোনের মাধ্যমে শাহাদাত হোসেন টিপুকে দুর্বৃত্তরা ডেকে নিয়ে যায়। এরপর রাতে আর বাড়ি ফিরে আসেননি তিনি। সকালে রাস্তার ওপর একটি লাশ পড়ে থাকতে দেখে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। প্রাথমিক সুরতহাল রিপোর্টে তার শরীরে তিনটি গুলির চিহ্ন পাওয়া গেছে বলে জানায় পুলিশ। টিপুর পিতা হারুনুর রশীদ ও মা নূর নাহার জানান, রাত ১০টার দিকে ছেলের মোবাইলে কল এলে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর রাতে আর বাড়ি ফেরেনি সে। সকালে তার মৃত্যুসংবাদ পান বলে জানান। তাদের অভিযোগ, সন্ত্রাসীরা তাকে গুলি করে মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে গেছে।

এ ব্যাপারে স্থানীয় দত্তপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ওয়াহিদুজ্জামান বিশ্বাস জানান, নিহত শাহাদাত হোসেন টিপু সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে চাঁদাবাজি, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.