তোকে ঘিরে থাকা কিছু সুখ, কিছু ভালোলাগা..........
কিছু নীরবতা কিছু উদাসীনতা.........
কিছু কষ্ট কিছু অপেক্ষা......
এসব কিছুই আমাকে এমন ভাবে...
ভাবিয়ে তোলে যে আমি সেই ভাবনা থেকে
বের হতে পারি না ...!
পারি না সেই সব কিছু ভুলে যেতে.........
প্রতিটাক্ষণ তুই আমাকে জড়িয়ে রাখিস......
কষ্ট নামক ভালোবাসার চাদরে ...।
সেই চাদরে নিজেকে জড়িয়ে রাখতে খুব কষ্ট হয়--
খুব কষ্ট হয়, কতবার ভেবেছি ভুলে যাবো...
কিন্তু পরক্ষনেই এমন কিছু ঘটে যে ...... আমি
আরও বেশি করে তোর ভাবনায় জড়িয়ে যাই--!
আর এভাবেই সেই কষ্টগুলোও
একসময় ভালোলাগায় পরিণত হয়......।।
আর সেই কষ্ট কষ্ট সুখের মাঝেই যেন
এক অদ্ভুদ ভালোলাগা আর ভালোবাসার
স্পর্শ খুঁজে পাই- তাই তো......
এই কষ্টের চাদর জড়িয়েও আমি তোকে ভালোবেসে যাই !
সবাই আমাকে তোকে ভুলে যেতে কত
কারন দেখায় কিন্তু আমি তোকে মনে রাখার
একটাই কারন তাদের দেখাই-
আমি তোকে আজও ভালোবাসি সত্যি ভালোবাসি......
তাই তো এত কিছুর পর ও তোকে ভালোবাসে যাই- !
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।