আমাদের কথা খুঁজে নিন

   

আবারো মুখোমুখি ফেদেরার-জোকোভিচ

প্যারিস মাস্টার্সের কোয়ার্টার ফাইনালে দেল পোত্রোকে হারিয়ে বাসেল ওপেনের ফাইনালে হারের প্রতিশোধ নিলেন টেনিস তারকা রজার ফেদেরার।

খেলার ফলাফল ৬-৩, ৪-৬, ৬-৩। রেকর্ড ১৭টি গ্র্যান্ড স্লাম জয়ী ফেদেরারের এ বছর মাস্টার্স সিরিজে এটা মাত্র দ্বিতীয়বারের মতো সেমিফাইনালে উত্তরণ।

শেষ চারে ফেদেরারের প্রতিপক্ষ নোভাক জোকোভিচ। আরেক কোয়ার্টার ফাইনালে র‌্যাঙ্কিংয়ে দুই নম্বরে থাকা জোকোভিচ ৬-১, ৬-৪ গেমে হারিয়েছেন সুইজারল্যান্ডের স্টানিস্লাস ভাভরিঙ্কাকে।

২০১৩ সালে ব্যর্থতার বৃত্তে বন্দী ফেদেরারের জন্য অনুপ্রেরণাদায়ী তথ্য, জোকোভিচের বিপক্ষে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে আছেন তিনি। দুজনের আগের ২৯টি লড়াইয়ের ১৬টিতে জিতেছেন ফেদেরার।

উল্লেখ্য, সর্বশেষ মুখোমুখি লড়াইয়ে অবশ্য বিজয়ীর নাম জোকোভিচ।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।