আমাদের কথা খুঁজে নিন

   

সর্বকালের সেরা ওয়েস্টার্ন?? The Good, the Bad and the Ugly (1966)

ব্লন্ডি,এন্জেল আইস আর টুসো যথাক্রমে গুড, ব্যাড আর আগলি তিনজনের গুপ্তধন স্বর্ণমোহর সন্ধানের লোমহর্ষক আর অত্যন্ত উপভোগ্য ঘটনার ছবি The Good, the Bad and the Ugly । ব্লন্ডি(Clint Eastwood) একজন গানস্লিঙ্গার যিনি আছেন কিছু অর্থ উপার্জনের দৌড়ে। এন্জেল আইচ( Lee Van Cleef) একজন হিটম্যান যিনি অর্থের বিনিময়ে মন্দ কাজ করেন। আর টুসো(Eli Wallach) একজন আসামী, আইন ভঙ্গকারী ওয়ান্টেড ব্যক্তি। ভাল ,মন্দ আর কুৎসিত তিন চরিত্রের সমন্বয়ে ভাল মন্দ আর কুৎসিত এই তিন পরিস্থিতির মধ্য দিয়েই পুরো ছবিটি অত্যন্ত উপভোগ্য।

যারা ওয়েস্টার্ন ছবির ভক্ত তারা হয়তো ইতিমধ্যেই ছবিটি দেখেছেন। যারা ওয়েস্টার্ন ঘরানার ছবি পছন্দ করেন না তারাও এটা দেখে ওয়েস্টার্ন ছবি মুখী হওয়ার চান্স আছে। The Good, the Bad and the Ugly (1966)ছবির ঘটনারকেন্দ্র বিন্দু টুসো্ । টুসো আর ব্লন্ডি জোট হয়ে কাজ করে অর্থ উপার্জন করে। ওয়ান্টেড টুসোকে ধরে দিলেই পয়সা আর তাকে ফাঁসিকাষ্ঠে ঝুলানোর মুহূর্তে ফাঁসির রশিতে অনেক দূর থেকে লক্ষভেদি শুটে তাকে রক্ষা করে উপার্জিত টাকা ২ জন ভাগ করে নেয়।

ব্লন্ডি তাদের করা চুক্তি বাতিল করলে টুসো ব্লন্ডিকে মরুভূমির উপর দিয়ে কঠিন মৃত্যুর দিকে ঠেলে দেয়। ঠিক সেইসময়েই ঘটনাস্থলে ঘোড়ার গাড়ীর নাটকীয় উপস্থিতি । ঘোড়ার গাড়ীর সবাই মৃত আর একজন মূমুর্ষূ বিল কার্সন। মারা যাওয়ার আগমুহুর্তে সে গুপ্তধনের সন্ধান দিয়ে যায়। টুসো জানে কবরস্থানের নাম ব্লন্ডি জানে কবরের ঠিকানা।

দুইজন দুই তথ্য জানে কিন্তু কেউ কাউকে জানায় না। যে ব্রন্ডিকে মেরে ফেলার পর্যায়ে নিয়ে এসেছে তাকে বাঁচানোর কি আকুতি টুসোর সত্যিই উপভোগ্য। আর ব্লন্ডিও জানাচ্ছে না কবরের নাম কারণ ওটা জানালেই ব্লন্ডির খেল খতম । টুসোই তাকে হত্যা করবে। গুপ্তধন সন্ধানের কাজটি চলছে বিরাট দুই দলের ভয়ানক যুদ্ধের মধ্য দিয়ে।

যা সিনেমায় নতুন মাত্রা যোগ করেছে। তাদের একদলের কাছে তার ধরাও পড়ে যায় তাদেরই ভুলে। :যে ব্রীজদখলে প্রাণঘাতি যুদ্ধ সেটি উড়িয়ে দেয়ার স্বপ্ন একপক্ষের সেনা প্রধানের । কিন্তু আইনের বাধা। তুসো আর ব্লন্ডি মিলে তা উড়িযে দেয় ।

এই দৃশ্যটা দারুণ। এই সময়কার সংলাপগুলো অসাম। আর শেষ দিকে যখন ব্লন্ডি ,টুসো আর এন্জেল আইস তিনজন যখন পরস্পরকে হত্যা করে গুপ্তধন লাভের আশায ট্রিগার আর টার্গেট দুটোই ঠিক করায় ব্যাস্ত। ওয়াও । সাসপেনশন টানটান উত্তেজনা আর অসাধারণ থিম ও ব্যাগ্রাউন্ড মিউজিক(বেস্ট!)।

তিন চরিত্রেই দূর্দান্ত অভিনয়। বেশ কয়েকটি টার্নিং পয়েন্ট। ছবি থেকে শিক্ষা নেয়া যায়। এটাতে তেমনই দর্শন আছে । মেসেজ আছে।

এই ছবিটার রেটিং ৯-১০। সর্বকালের অন্যতাম সেরা ছবি। যারা ওয়েস্টার্ন দেখেন না তারাও ওয়েস্টার্ন মুভি মুখী হতে পারেন এই ছবিটি দেখে। ছবিটির ডিরেক্টর সার্জিও লিওন (Sergio Leone)। কাহিনকিার লুসিয়ানু ভিনসেনজনি (Luciano Vincenzoni) ও সার্জিও লিওন (Sergio Leone)।

আমার দেখা সর্বকালের সেরা ওয়স্টোর্ন মুভি এটাই।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.