চাষোপযোগী সৈকতে ক্ষণকাল
শুনেছি আবুল হোসেন রোডেই থাকো
একদিন যেখানে আমি ছিলাম
তোমার সু-আত্মীয়বেশে ভালোবেসে,
দিন কারোর-ই সমান্তরাল বহেনা
তাই সে অসমানের প্রাচীর
নির্মাণের- গুরুভার তোমাকেই
নিতে হল
কে বলতে পারে-
আমাকেই নিতে হত কিনা!
করুনা চাইনা -, বলা ভুল হবে
হৃদয়ের সুস্থ্যতায় খানিকটা করুনা
চাইতেই পারি
যদিও এটা পুরুষত্বকে অবমাননা করে,
আমিতো শুধু পুরুষ নই
তোমার আশৈশব প্রেমিকও
প্রেমিকেরাই তো বিদ্রুপ আর
অবমাননাকে
মহৎ করে তোলে নিজেদের অশেষ
ক্ষতিতে।
তোমার এক একটা সু-বারতা
আমার এক জন্ম বেঁচে থাকার যোগান
এও কি কম করুনা তোমার,
তোমার করুনা ধারন করেই
আজো বেঁচে আছি; এ অস্বীকার করার
মত
নষ্ট মানুষ আমি নই।
সার্কুলার রোডের সে দিনটার কথা
তোমার মনে আছে?
একটা সম্পর্কের যবনিকা টেনেছিলে
অথচ তোমার বুকে একটুও বাধেঁনি
কি দুর্লভ প্রতিভা তোমার
চোখে সেকি বিরান মায়া,
আমার আহত চোখ ছুঁয়েছে বিনীত বৃষ্টি
জল মাড়িয়ে তুমি ছুটলে দ্রুত
কিচ্ছুটি বলার অবসরটুকু পর্যন্ত দিলেনা
যেটুকু ভবিতব্য কাঙালের অনিবার্য
ছিল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।