'শ্রমজীবী জনতার সাথে একাত্ব হও' শ্লোগান নিয়ে সন্ত্রাস-সামপ্রদায়িকতা ও লেজুরবৃত্তির বিপরীতে সার্বজনিন, বৈষমহীন, বিজ্ঞানভিত্তিক গনমুখী শিক্ষা ব্যবস্থার দাবীতে বিপ্লবী ছাএ মৈত্রী দিনাজপুর জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ দিনাজপুর প্রেসক্লাব চত্তরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন বিপ্লবী ছাত্র মৈত্রী কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক হিল্লোল রায়। সম্মেলনের উদ্বোধন শেষে একটি র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন করে দিনাজপুর প্রেসক্লাবে আয়োজিত সমাবেশে মিলিত হয়।
দিনাজপুর বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি আনোয়ার হোসেন রুবেলের সভাপতিত্বে আলোচনায় আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশের ইউনাইটেড কমিউনষ্টি লীগের কেন্দ্রীয় সাধারন সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, ইউসিএলবি দিনাজপুর শাখার সদস্য আকতার আজিজ, বিপ্লবী ছাত্র মৈত্রী কেন্দ্রিয় কমিটির প্রচার সম্পাদক ইকবাল কবীর, ছাত্র মৈত্রী দিনাজপুর জেলা শাখার সাধারন সম্পাদক অনন্ত কুমার রায়। অন্যান্যের মাঝে আরো বক্তব্য রাখেন দিনাজপুর সরকারী কলেজ শাখার সাধারন সম্পাদক দীপক রায়,সরকারী কলেজ শাখার বাংলা বিভাগীয আহবায়ক জাহিদ হাসান, দর্শন বিভাগের আহবায়ক শফিকুল ইসলাম প্রমুখ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।