আমাদের কথা খুঁজে নিন

   

১৫ নভেম্বর শাপলা চত্বরে হেফাজতের সমাবেশ

হেফাজতে ইসলাম ফের ঢাকার শাপলা চত্বরে মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে। ১৩ দফা দাবি বাস্তবায়ন, গ্রেফতারকৃত নেতা-কর্মীদের মুক্তি এবং কওমি শিক্ষা আইন বাতিলের দাবিতে এ ঘোষণা দেন হেফাজত নেতারা। ঢাকার মহাসমাবেশের আগে ৭ নভেম্বর সিলেট, ৮ নভেম্বর খুলনা এবং ১৫ নভেম্বর ঢাকার শাপলা চত্বরে মহাসমাবেশ করার কর্মসূচি ঘোষণা করা হয়। সমাবেশে বাধা দিলে লাখ লাখ লাশ পড়বে বলে হুমকি দেন হেফাজত নেতারা। গতকাল চট্টগ্রামের হাটহাজারীতে হেফাজতে ইসলামের মহাসমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে হেফাজত আমির আল্লামা আহমেদ শফী বলেন, কওমি মাদ্রাসা কখনোই সরকারের নিয়ন্ত্রণে ছিল না। আশা করি এ সরকারও তা নিয়ন্ত্রণে নিতে পারবে না। তিনি সরকারকে উদ্দেশ করে বলেন, 'কওমি মাদ্রাসায় হাত দেওয়ার চেষ্টা করবেন না। হাত দিলে তা জ্বলে যাবে।' তিনি বলেন, 'শর্ত মেনে যদি সনদ দেওয়া হয়, তবে কোনো বাধা নেই। কিন্তু সনদের কোনো উল্লেখ না করে সরকার কওমি মাদ্রাসাকে নিয়ন্ত্রণ করার জন্য এবং দেশ থেকে ইসলামী শিক্ষা ধ্বংস করার জন্য আইন পাস করার পাঁয়তারা চালাচ্ছে বলে তিনি অভিযোগ করেন।' আলোচিত তেঁতুল তত্ত্ব নিয়ে তিনি বলেন, আমি নারীদের তেঁতুল নয়, তেঁতুলের মতো বলেছি। নারীদের তুলনা করা যায় একমাত্র রানী এবং ফুলের সঙ্গে। এর পরও বর্তমান সরকারের মন্ত্রী-এমপিরা আমার বিরুদ্ধে চরম মিথ্যাচার করছে। কিন্তু আমি তার প্রতিবাদ করিনি। সংগঠনের মহাসচিব জুনায়েদ বাবুনগরী বলেন, নারী ও পুরুষের জন্য আলাদা কর্মক্ষেত্র হতে হবে। সঙ্গে শ্রমিকদের মজুরি সর্বনিম্ন আট হাজার টাকা হতে হবে।

হেফাজতে ইসলাম চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি সালাহ উদ্দীন নানুপুরীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, মাঈনুদ্দীন রুহী, মুফতি নূর হোসাইন কাসেমী, হাফেজ শামসুল আলম, আবদুল হামিদ প্রমুখ।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.