নতুন মন্ত্রিসভাকে গঠনমূলক ভূমিকা রাখার পরামর্শ দিয়ে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সদ্য বিদায়ী দফতরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, তাদের মাঝে একটি বিরাট চ্যালেঞ্জ রয়েছে দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করার। তারা সবাই সরকারের চ্যালেঞ্জকে গ্রহণ করে জাতিকে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেবেন। বিদ্যমান সংকট সমাধানে আলোচনার সূত্রপাত করে জাতিকে আশ্বস্ত করতে হবে। গতকাল রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, সরকার যে চ্যালেঞ্জ গ্রহণ করেছে এটা এই মন্ত্রিসভাকে বাস্তবায়ন করতে হবে। জাতিকে একটি সুন্দর নির্বাচন উপহার দিতে হবে। এ জন্য প্রধান বিরোধী দল বিএনপিকেও সহযোগিতা করতে হবে। বিএনপিকে তাদের অনড় অবস্থান থেকে সরে আসার আহ্বান জানিয়ে সাবেক এই মন্ত্রী বলেন, সংঘাতের রাজনীতি থেকে বেরিয়ে সংলাপ ও সমঝোতায় আসতে হবে। বাংলাদেশে গণতন্ত্র এখনো প্রাতিষ্ঠানিক রূপ পায়নি মন্তব্য করে তিনি আরও বলেন, এর পিছনে যেসব প্রতিষ্ঠান কাজ করছে সেগুলো গণতান্ত্রিকভাবে প্রতিষ্ঠা পায়নি। সংগঠনের উপদেষ্টা ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মো. সেলিমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ন ও ফয়েজ উদ্দিন মিয়া, সংগঠনের মহাসচিব হুমায়ুন কবির মিজি প্রমুখ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।