ঢাকা, সিলেটসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলে মৃদু ভুমিকম্প অনুভূত হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্তি্বক জরিপ দফতর ইউএসজিএসের তথ্য অনুযায়ী গতকাল সকাল ১০টা ১৬ মিনিটে ভারত সীমান্তে এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৪। আবহাওয়া অধিদফতরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের দায়িত্ব?রত কর্মকর্তা জানান, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৩৮৯ কিলোমিটার উত্তর-পূর্বে আসামের বড়পাথর এলাকায়। রিখটার স্কেলে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প 'মাঝারি শক্তির' বলে ধরা হলেও সিলেট বিভাগের কোথাও কোথাও এবং ঢাকায় মৃদু ভূকম্পন অনুভূত হয় বলে জানান তিনি। এ ভূমিকম্পের ঘটনায় তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
নিজস্ব প্রতিবেদক সিলেট জানান, সিলেটে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৬। গতকাল সকাল ১০টা ৩৬ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ আবু সাঈদ চৌধুরী জানান, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় সিলেট ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভূকম্পন যন্ত্রটি বিকল রয়েছে। তাই সিলেট থেকে ভূকম্পনের মাত্রা রেকর্ড করা সম্ভব হয়নি। তবে ঢাকা থেকে জানা গেছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৬।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, চাঁপাইনবাবগঞ্জে মৃদু ভূমিকম্প হয়েছে। সকাল ১০টা ৩৫ মিনিটের দিকে কয়েক সেকেন্ড স্থায়ী ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।