আমাদের কথা খুঁজে নিন

   

শিবিরের পেট্রলবোমায় ব্যাংক চেম্বার ভবনে ó

কাদের মোল্লার ফাঁসি কার্যকরের ঘোষণা আসার পর মঙ্গলবার রাতে দেশের বিভিন্ন স্থানে ব্যাপক নাশকতা চালিয়েছে জামায়াত-শিবির। এ ছাড়া হরতাল-অবরোধে সারা দেশের প্রায় সব জায়গায় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে ১৮ দলীয় জোটের নেতা-কর্মীদের। এসব ঘটনায় নিহত হয়েছেন তিনজন। এর মধ্যে সাতক্ষীরায় আওয়ামী লীগ কর্মীকে পিটিয়ে ও কুপিয়ে, ফেনীতে শিবির কর্মীকে পুলিশ গুলে করে ও সিরাজগঞ্জে পিকেটারদের ধাওয়ায় ট্রাক উল্টে নিহত হয়েছেন এক মুরগি ব্যবসায়ী। রাজশাহীতে চেম্বার অ্যান্ড কমার্স ভবনে আগুন দেয় শিবির কর্মীরা। এ সময় তারা দুটি ব্যাংকেও আগুন দেওয়ার চেষ্টা করে। দিনাজপুরে সোনালী ব্যাংকের বুথে, ফেনী পাঁচটি সরকারি স্থাপনায়, বগুড়ায় পেট্রলপাম্পে আগুন দিয়েছে পিকেটাররা। লালমনিরহাট ও বগুড়ায় রেললাইন উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা। এ ছাড়া সারা দেশে বিপুলসংখ্যক গাড়িতে ভাঙচুর ও অগি্নসংযোগ করেছে হরতালকারীরা। ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে আহত হয়েছে পুলিশ-সাংবাদিকসহ পাঁচ শতাধিক। গ্রেফতার করা হয়েছে শতাধিক ব্যক্তিকে। নিজস্ব প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো খবর-

সাতক্ষীরা : আওয়ামী লীগ কর্মী আবদুল হামিদ উপজেলার মাধবকাটি বাজারে নৈশপ্রহরীর কাজ করতেন। মঙ্গলবার রাত ৮টার দিকে ১০-১২ জন সন্ত্রাসী তাকে ধরে নিয়ে যায়। পরে তারা তাকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে রাস্তার পাশে ফেলে রাখে। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিন দিবাগত রাত ২টার দিকে তার মৃত্যু হয়। এদিকে মঙ্গলবার গভীর রাতে পৌর এলাকায় সেকেন্ড অফিসারের মোড়ে ছাত্রলীগের অফিস এবং দেবহাটা উপজেলার টাউন শ্রীপুরে ইউনিয়ন আওয়ামী লীগের অফিস ও মুক্তিযোদ্ধা অফিস ভাঙচুরের পর অগি্নসংযোগ করে জামায়াত-শিবির। এ ছাড়া ভাঙচুর ও অগি্নসংযোগ করা হয়েছে আওয়ামী লীগ নেতা ইসলামের বাড়ি। এদিকে সকালে স্থানীয় পত্রিকার সাংবাদিক ফারহাদ হোসেন আজহারকে মারধর করেছে জামায়াত-শিবিরের কর্মীরা।

ফেনী : পুলিশের গুলিতে নিহত হয়েছে হাফেজ আবদুল আল সালমান নামের এক মাদ্রাসাছাত্র। কাদের মোল্লার ফাঁসি কার্যকর ঘিরে জেলায় মঙ্গলবার গভীর রাত পর্যন্ত বিজিবি, র্যাব, পুলিশ ও সরকার সমর্থকদের সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষ, অগি্নসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় নিহত হন ওই দাখিল পরীক্ষার্থী। শিবিরের কর্মীরা শহরের শহীদ শহিদুল্লা কায়সার সড়কে ডিভাইডার ভেঙে ব্যারিকেড দিয়ে ও আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে। এ সময় টেলিফোন ভবনের অভিযোগ কেন্দে , সরকারি গণগ্রন্থাগার, শিল্পকলা একাডেমী ও বিদ্যুৎ উপকেন্দে ভাঙচুর ও অগি্নসংযোগ করা হয়। বনফুল এলাকায় একটি গ্যাসলাইনে অগি্নসংযোগ করে দুবৃত্তরা। বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর ও আগুন দেয় জামায়াত-শিবির। এসব ঘটনায় আহত হয় কমপক্ষে ২০ জন। এ সময় ৯ শিবির কর্মীকে গ্রেফতার করে পুলিশ।

সিরাজগঞ্জ : রাত আড়াইটার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড় মহাসড়কের মধ্য ভদ্রঘাট এলাকায় ৪ নম্বর ব্রিজের কাছে পিকেটারদের ধাওয়া খেয়ে পালানোর সময় দুটি পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ট্রাকে থাকা মুরগি ব্যবসায়ী আকতার হোসেন (৪০) নিহত এবং অন্তত পাঁচজন আহত হন। এ ছাড়া রাত ১২টার দিকে একই মহাসড়কের সয়দাবাদ মোড়ে অন্তত ২৫টি পণ্যবাহী ট্রাকে ভাঙচুর ও তিনটিতে অগি্নসংযোগ করে পিকেটাররা। ভোররাতে সিরাজগঞ্জ-কাজীপুর আঞ্চলিক সড়কের ফকিরতলা ও সিরাজগঞ্জ-রায়গঞ্জ আঞ্চলিক সড়কের মুনসুমী এলাকায় দুটি ব্রিজের পাটাতন খুলে ফেলায় যান চলাচল বন্ধ হয়ে যায়। সকালে সওজের লোকজন তা মেরামত করতে গেলে পিকেটাররা তাদের লক্ষ্য করে তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এ সময় জামায়াত-শিবিরের সাথে পুলিশের সংঘর্ষ বাঁধে। পুলিশ অর্ধশত রাউন্ড রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

রাজশাহী : নগরীর অলকার মোড়ে রাতে চেম্বার অব কমার্স ভবনে ককটেল বোমা ছুড়ে আগুন দিয়েছে জামায়াত-শিবির কর্মীরা। একই সঙ্গে তারা পাশেই অবস্থিত আল আরাফা ব্যাংক ও ডাচ্-বাংলা ব্যাংকে অগি্নসংযোগের চেষ্টা করে। এসময় তারা একটি মোটরসাইকেলও পুড়িয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে জামায়াত-শিবিরকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা-ধাওয়া হয়। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ ।

টাঙ্গাইল : ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু সংযোগ সড়কের বাসাইল উপজেলার গুল্লা প্রাথমিক বিদ্যালয়ের সামনে সকালে ৫০টি গাড়িতে ভাঙচুর ও অগি্নসংযোগ করেছে শিবির কর্মীরা। গাড়ি ভাঙচুরের সময় প্রায় ২০ যাত্রী আহত হন।

পাবনা : মিছিল নিয়ে শহরে প্রবেশ পথে কেন্দ ীয় বাস টার্মিনাল এলাকায় জামায়াত-শিবির কর্মীরা পশ্চিমাঞ্চলীয় গ্যাস আফিসে পর পর তিন রাউন্ড গুলি চালায়। মধ্য শহরে ঝটিকা লাঠিমিছিল নিয়ে প্রবেশ করে তিনটি ব্যাংকসহ ২০টি দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর চালায় তারা। এ সময় ১০-১২টি ককটেলের বিস্ফারণ ঘটানো হয়।

লক্ষ্মীপুর : কাদের মোল্লার ফাঁসি কার্যকরের ঘোষণা দেওয়ার পর থেকে রাজপথ দখল করে নিয়েছে জামায়াত-শিবির কর্মীরা। মঙ্গলবার রাত থেকে গতকাল দুপুর পর্যন্ত জামায়াত-শিবিরের সহিংসতায় স্থানীয় দুই সাংবাদিক ও এক ছাত্রলীগ নেতাসহ আটজন আহত হওয়ার খবর পেয়ে গেছে। এ সময় ছয়টি মোটরসাইকেলে অগি্নসংযোগ ও ১২টি দোকান ভাংচুর করে শিবির কর্মীরা।

জয়পুরহাট : কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকরের খবরে মঙ্গলবার রাত সোয়া ৯টায় জেলা আওয়ামী লীগ অফিসের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে অফিসে আগুন দেয় শিবির কর্মীরা। এ ছাড়া বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতা-কর্মীদের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর ও অগি্নসংযোগ করে তারা।

ঝিনাইদহ : চালক সাইদুল ইসলামকে কুপিয়ে জখম করে কয়েকটি নসিমনে ভাঙচুর চালায় জামায়াত-শিবির কর্মীরা। পুলিশ সেখানে গেলে তারা পুলিশের ওপর হামলা চালায় তারা। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পেঁৗছালে উভয় পক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ ছাড়া নেতা-কর্মীদের গ্রেফতার ও হামলা-মামলার প্রতিবাদে কালীগঞ্জে উপজেলায় আজ বৃহস্পতিবার অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে বিএনপি।

কুমিল্লা : হরতাল চলাকালে সদর উপজেলার সৈয়দপুর, চৌদ্দগ্রামের হায়দার ব্রিজ ও নগরীর টমছম ব্রিজ এলাকায় পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষ হয়েছে। এতে বুড়িচং থানার পরিদর্শক (তদন্ত), এক এসআইসহ আট পুলিশ ও ২৫ জন জামায়াত-শিবির নেতা-কর্মী আহত হন। পিকেটারদের ছত্রভঙ্গ করতে ১৪২ রাউন্ড রাবার বুলেট, এক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করহ হয়েছে। এদিকে সকাল ১০টায় মহাসড়কের চৌদ্দগ্রামের হায়দার ব্রিজের কাছে জামায়াত-শিবির নেতা-কর্মীরা টহলরত পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়।

চাঁপাইনবাবগঞ্জ : জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে পিকেটারদের সঙ্গে সংঘর্ষে আহত হয়েছে দুই পুলিশ। আটক করা হয়েছে তিন পিকেটারকে। বাসে আগুনসহ মহাসড়ক কেটে বিচ্ছিন্ন করা ঘটনা ঘটেছে। সকাল ৮টার দিকে গোমস্তাপুর উপজেলার রহনপুর কলেজ মোড়ে পুলিশের সঙ্গে পিকেটারদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশের এসআই রইস ও কনস্টেবল শিবপ্রসাদ আহত হন। মঙ্গলবার রাতে ভোলাহাটে বিআরটিসি বাসে পেট্রল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা।

বগুড়া : কাদের মোল্লার ফাঁসি স্থগিত হওয়ার আগে মঙ্গলবার রাতে ঢাকা-বগুড়া মহাসড়কের ফটকী ব্রিজের রেলিং ভেঙে ফেলে নাশকতার চেষ্টা চালিয়েছে জামায়াত-শিবির। এ ছাড়া শহরের স্টেশন রোডে মিতালী পেট্রল পাম্পে অগি্নসংযোগ ও ভাঙচুর করে তারা। পৌর এলাকার ১৯ নং ওয়ার্ডে এক আওয়ামী লীগ নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর ও অগি্নসংযোগ এবং ওয়ার্ড কাউন্সিলরের অফিসে ককটেলের বিস্ফোরণ ঘটায় তারা। রাতে সোনাতলা ভেলুরপাড়ার কাছে রেলসড়কের কিছু স্লিপার তুলে ফেললে ট্রেন চলাচল পাঁচ ঘণ্টা বন্ধ থাকে।

খুলনা : মহানগরীর সোনাডাঙ্গা বাইপাস সড়কের মহিলা কমপ্লেঙ্রে সামনে বুধবার সকালে পুলিশের সঙ্গে শিবির নেতা-কর্মীদের সংঘর্ষে ছয়জন গুলিবিদ্ধসহ ১৫ জন আহত হয়েছে। গুলিবিদ্ধ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিক মঙ্গলবার রাতে মহানগরীর খানজাহান আলী রোডের বিভিন্ন এলাকায় শিবির-পুলিশ সংঘর্ষে একাধিক পুলিশ কনস্টেবল ও শিবিরের অন্তত ১০ গুলিবিদ্ধসহ আহত হয়েছে অর্ধশতাধিক। দুটি ঘটনায় পুলিশ ২৫০ রাউন্ড শটগানের গুলি ও আট রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে।

নড়াইল : সদর উপজেলার ঘোড়াখালী নামক স্থানে সকালে জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে সদর থানার পরিদর্শক (তদন্ত, দুই উপ-পরিদর্শকসহ ৯ পুলিশ সদস্য এবং সাত জামায়াত-শিবির কর্মী গুরুতর আহত হন। আহতদের মধ্যে সদর থানার পরিদর্শক (তদন্ত) মূমুর্ষু অবস্থায় যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষ চলাকালে পুলিশবাহী একটি মিনি পিকআপ জ্বালিয়ে দেয় জামায়াত-শিবির কর্মীরা।

লালমনিরহাট : পাটগ্রাম উপজেলার আলাউদ্দিনগর নামক স্থানে ১২৬ ফুট রেললাইন উপড়ে ফেলে আগুন ধরিয়ে দিয়েছে জামায়াত-শিবির কর্মীরা। এতে বুড়িমারী স্থলবন্দরের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

দিনাজপুর : জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসি কার্যকরের ঘোষণার সঙ্গে সঙ্গে মঙ্গলবার রাত থেকে দিনাজপুরের বিভিন্ন স্থানে নাশকতা চালায় জামায়াত-শিবির। শহরে গতকাল সোনালী ব্যাংকের সামনের এটিএম বুথে কে বা কারা পেট্রোল দিয়ে আগুন দেয়। হাবিপ্রবিতে হামলা চালিয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ আলী ভবনের দরজা-জানালা ও বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে শিবির। এখানে ছাত্রলীগ শিবির ব্যাপক সংঘর্ষ হয়।

যশোর : দুর্বৃত্তদের গুলিতে সোমবার জেলা ছাত্রদলের সহসভাপতি কবির হোসেন পলাশ নিহতের প্রতিবাদে রেললাইনে আগুন, কড়া পিকেটিং আর খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে গতকাল জেলায় সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়।

গাইবান্ধা : পলাশবাড়ীতে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের ১৩ নেতা-কর্মীর বাড়ি, গাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে মঙ্গলবার রাতে আগুন দিয়েছে জামায়াত-শিবির কর্মীরা। তাদের থামাতে গেলে এক স্কুলশিক্ষকের গায়ে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়।

বাগেরহাট : ভোরে সদর উপজেলার ষাটগুম্বুজ ইউনিয়নের শ্রীঘাট বাজারে আগুনে ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের একটি অফিসসহ ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান এবং একই ইউনিয়নের রণভূমি ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের অফিসে আগুন দেওয়া হয়েছে। এ ঘটনার জন্য বিএনপি ও জামায়াত-শিবিরকে দায়ী করেছে আওয়ামী লীগ। এদিকে রামপালে ফয়লা বাসস্ট্যান্ড এলাকায় গতকাল সন্ধ্যায় র্যাব-পুলিশ সঙ্গে ১৮ দলীয় জোট নেতা-কর্মীদের সংঘর্ষে পুলিশসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে। এ সময় জামায়াতের দুই কর্মীকে আটক করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৬০ রাউন্ড টিয়ার শেল, রাবার বুলেট ও শটগানের গুলি ছোড়ে। পুলিশের ছোড়া গুলিতে ১৫ জন আহত হন। এ ছাড়া ইটিরে আঘাতে আহত হয়েছে চার পুলিশ।

রংপুর : বিরোধী দলের অবরোধ হরতালে ভোর থেকে বেলা ২টা পর্যনত্দ রংপুরের মিঠাপুকুর উপজেলায় সড়কের শত শত গাছ কেটে ১০ কিলোমিটার জুড়ে রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখে জামায়াত-শিবির। সকালে উপজেলার শঠিবাড়ীতে দুর্গাপুর ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা রবিউল ইসলামের পাটের গুদামে অগি্নসংযোগ করে তারা। ভোরে নগরীর বেতপট্টিতে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।

সিলেট : জেলা ও মহানগরীতে আজ সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে শিবির। দরগামহল্লাস্থ মহানগর শিবিরের কার্যালয়ে পুলিশি তল্লাশির প্রতিবাদে এ হরতালের ডাক দেওয়া হয়। দুপুরে তারা মদিনা মার্কেটে মাহমুদ কমপ্লেঙ্ ও সাউথইস্ট ব্যাংকে ভাঙচুর চালায়। এদিকে পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের দফায় দফায় সংঘর্ষে এক পুলিশসহ অন্তত ২০ জন আহত হন। শিবির কর্মীরা পুলিশ বহনকারী একটি অটো টেম্পু ও একটি লেগুনায় (হিউম্যান হলার) আগুন দেয়। এ ছাড়া অন্তত ১০টি গাড়ি ভাঙচুর করে তারা। পাশাপশি নগরীর বিভিন্ন স্থানে তারা বোমার বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক ছড়ায়। নগরীর দর্শন দেউড়ি, টুকের বাজার, মিরাবাজার, নয়াসড়ক ও মানিকপীর রোডে গতকাল এসব ঘটনা ঘটে। শহরতলির টুকের বাজারে সংঘর্ষের পর ৩০ জনকে আটক করা হয়। এসব ঘটনায় এক পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হন। বরিশাল : নগরীতে শিবিরের মিছিল থেকে গতকাল দুটি অটো ও একটি ব্যাটারিচালিত রিকশা ভাঙচুর এবং দুটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে। মঙ্গলবার রাতে নগরীর নূরিয়া স্কুল এলাকায় সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন হিরণের বাসভবন লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। পুলিশ মঙ্গলবার রাত থেকে গতকাল দুপুর পর্যন্ত জামায়ত-শিবিরের ২১ নেতা-কর্মীকে আটক করেছে।

ঢাকায় সংঘর্ষ ককটেল বিস্ফোরণ ভাঙচুর আগুন : বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকে সারা দেশে টানা তৃতীয় দফা অবরোধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত কাদের মোল্লার মৃত্যু পরোয়ানা জারির প্রতিবাদে জামায়াতের ডাকা হরতালে সহিংসতার ঘটনা ঘটেছে রাজধানীতে। ককটেল বিস্ফোরণ, বিক্ষিপ্ত সংঘর্ষ, গাড়িতে অগি্নসংযোগ-ভাঙচুর ছাড়াও বিকালে শাহবাগ গণজাগরণ মঞ্চের সামনে একটি বোমার বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল ৭টার দিকে কারওয়ান বাজারের ক্যাফে প্রিন্স রেস্টুরেন্টের সামনে তেজগাঁও থানা স্বেচ্ছাসেবক দলের একটি ঝটিকা মিছিল থেকে তিনটি শক্তিশালী ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে আশপাশে কর্মরত লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রায় একই সময়ে খিলগাঁও থানার সামনে পার্ক করে রাখা একটি বাসে আগুন দেয় জামায়াত-শিবির।

সকাল ৮টার দিকে শনিরআখড়া ব্রিজের ওপর একটি ঝটিকা মিছিল বের করেন ছাত্রশিবিরের কর্মীরা। এ সময় পর পর ১২টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তারা পালিয়ে যান

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.