বর্ণবাদবিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার মরদেহ দক্ষিণ আফ্রিকান প্রেসিডেন্ট জ্যাকব জুমার বাসভবন 'ইউনিয়ন বিল্ডিং'-এ পেঁৗছেছে। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জ্ঞাপনের জন্য রাজধানী প্রিটোরিয়ায় অবস্থিত এ ভবনেই টানা তিন দিন রাখা হবে বিশ্বশান্তি আন্দোলনের নেতা ম্যান্ডেলার মরদেহ। এর আগে, প্রিটোরিয়ার ১ নম্বর সামরিক হাসপাতাল থেকে ইউনিয়ন বিল্ডিংয়ের দিকে রওনা হয় ম্যান্ডেলার শবযাত্রা। প্রিয় নেতাকে শ্রদ্ধা জানাতে এ সময় রাস্তাজুড়ে 'গার্ড অব অনার' দিতে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিল লাখো মানুষ। আগামী তিন দিন ইউনিয়ন বিল্ডিংয়ে আমন্ত্রিত অতিথিরা ম্যান্ডেলাকে শেষ দেখা দেখতে পাবেন। এএফপি।
শিডিউল অনুযায়ী তাকে শেষ দেখার সুযোগ পাবে সাধারণ মানুষও। আগামী রবিবার শেষকৃত্যানুষ্ঠান শেষে নিজের পৈতৃক গ্রাম পূর্বাঞ্চলীয় ক্যাপে প্রদেশের কুনুতে সমাহিত করা হবে দক্ষিণ আফ্রিকার এই বিস্ময় মানবকে। এর আগে, মঙ্গলবার জোহানেসবার্গের সকার সিটি স্টেডিয়ামে আয়োজিত জাতীয় স্মরণানুষ্ঠানে প্রিয় নেতাকে শেষ শ্রদ্ধা জানান আন্তর্জাতিক সম্প্রদায়ের নেতারা। ৯৫ হাজার উপস্থিতি ধারণে সক্ষম স্টেডিয়ামটি কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় ম্যান্ডেলার স্মরণানুষ্ঠান শুরুর আগ থেকেই। এরপর পরিবারের সদস্যদের উপস্থিতিতে দক্ষিণ আফ্রিকার জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।