আমাদের কথা খুঁজে নিন

   

অর্থমন্ত্রীর নাম ভাঙিয়ে বাণিজ্য মেলা

সিলেটে অর্থমন্ত্রী ও প্রশাসনের নাম ভাঙিয়ে অবৈধ বাণিজ্যমেলার আয়োজন করছে বাংলাদেশ বেনারসি মসলিন অ্যান্ড জামদানি সোসাইটি নামের একটি প্যাড-সর্বস্ব প্রতিষ্ঠান। নগরীর শাহী ঈদগাহ খেলার মাঠে এ মেলার উদ্যোগ নেওয়া হয়েছে বলে স্টল বুকিংয়ের জন্য প্রচারপত্র বিলি করছে সংশ্লিষ্টরা। আগামী ৬ ডিসেম্বর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে প্রচারপত্রে উল্লেখ করা হয়েছে। তবে প্রচারপত্রে নিজের নাম দেখে ক্ষোভ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী।

জানা যায়, প্রতি বছর সিলেটে আন্তর্জাতিক বাণিজ্যমেলার আয়োজন করে থাকে সিলেট চেম্বার অব কমার্স। গত বছরও শাহী ঈদগাহ খেলার মাঠে বাণিজ্যমেলার আয়োজন করেছিল। এবার একই মাঠে বেনারসি মসলিন অ্যান্ড জামদানি সোসাইটির নামে মেলার আয়োজন চলছে। প্রচারপত্রে মেলার উদ্বোধক হিসেবে নিজের নাম দেখে শনিবার সিলেটে অবস্থানকালে ক্ষোভ প্রকাশ করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি অবৈধ মেলার আয়োজন বন্ধে প্রশাসনকে নির্দেশ দেন। কিন্তু অর্থমন্ত্রীর নির্দেশ উপেক্ষা করে গতকালও মেলার স্টল নির্মাণের কাজ চলতে দেখা গেছে। এ ব্যাপারে মেলা আয়োজক প্রতিষ্ঠান বাংলাদেশ বেনারসি মসলিন অ্যান্ড জামদানি সোসাইটির সভাপতি এ এ মঈন খান বাবলু জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে মেলার আয়োজন করা হয়েছে। সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি শেখ মো. মখন মিয়া জানান, অবৈধ মেলা বন্ধে প্রশাসন উদ্যোগ না নিলে ব্যবসায়ীরা রাজপথে নামতে বাধ্য হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.