'আমাকে আয়রন দিয়ে ছ্যাঁকা দিত। ব্লেড দিয়ে শরীর কাটত। মরিচ দিয়ে পচা ভাত খেতে দিত। আমি এখন ভালো আছি। উকিল আপারা আমাকে কাপড় দিয়েছে।
হাসপাতালের আপারা আমাকে আপেল-কমলা খেতে দিত। আমাকে নির্যাতনকারী নদীর বিচার চাই। ' মলিন চেহারায় ও মৃদু স্বরে কথাগুলো বলছিল আদুরী। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কনফারেন্স রুমে গতকাল আয়োজিত অনুষ্ঠানে আদুরী এসব কথা বলে। ওই অনুষ্ঠানের পর আদুরীকে তার মায়ের কাছে হস্তান্তর করে হাসপাতাল কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোস্তাফিজুর রহমান বলেন,'আদুরীকে হাড্ডিসার অবস্থায় পেয়েছিলাম। এটা ভাবতে অবাক লাগে যে কীভাবে একজন মানুষ অন্য একজন মানুষকে এভাবে নির্যাতন করতে পারে। তাকে ফল খেতে দিলেও সে ভাত খেতে চাইত। দীর্ঘদিন ধরে তাকে ভাত খেতে না দিয়ে অনাহারে রাখা হয়েছে। চিকিৎসার পর সম্পূর্ণ সুস্থ অবস্থায় আদুরীকে তার মায়ের কাছে হস্তান্তর করা হচ্ছে।
' অনুষ্ঠানের পর হাসপাতাল কর্তৃপক্ষ আদুরীকে ১০ হাজার টাকা অনুদান দেয়। এ ছাড়া হাসপাতালের চিকিৎসকরা তাকে বিভিন্ন রকম খেলনা ও জামা-কাপড় কিনে দেন। তিনি বলেন, 'স্বল্প পরিসরের জনবল নিয়ে আমরা কাজ করছি। এতে ভুলত্রুটি থাকতে পারে। কিন্তু অনেক সফলতাও রয়েছে।
' সব ধরনের কাজে গণমাধ্যম কর্মীদের সহযোগিতা চান তিনি। অনুষ্ঠানে আদুরীর মা শাফিয়া বেগম বলেন, 'আদুরীকে নির্যাতনকারীদের উপযুক্ত শাস্তি চাই। ' আদুরীকে স্বাভাতিক জীবনযাপন ফিরিয়ে দিতে তিনি সমাজের সর্বস্তরের জনসাধারণের কাছে সাহায্য চেয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা-শাফিয়া বেগম, জনতা ব্যাংক, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল শাখা, সঞ্চয়ী হিসাব নম্বর-২৫৬০৫। জানা গেছে, আজ (রবিবার) আদুরীকে তার পরিবার ঢাকা মেডিকেল থেকে গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফলে নিয়ে যাবে।
প্রসঙ্গত, ২৩ সেপ্টেম্বর রাজধানীর ডিওএইচএসের একটি ডাস্টবিন থেকে আদুরীকে অচেতন অবস্থায় উদ্ধার করে পুলিশ। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নির্যাতনের ঘটনায় আদুরীর মামা নজরুল ইসলাম বাদী হয়ে পল্লবী থানায় চারজনকে আসামি করে একটি মামলা করেন। পরে ২৬ সেপ্টেম্বর মামলার প্রধান আসামি গৃহকর্ত্রী নওরীন জাহান নদীকে গ্রেফতার করে পুলিশ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।