আমাদের কথা খুঁজে নিন

   

সুজনের বাজি হোয়াইটওয়াশ

'টানা দুই ম্যাচ হেরে মানসিকভাবে অনেকটাই বিপর্যস্ত নিউজিল্যান্ড। তাদের পক্ষে আজ ঘুরে দাঁড়ানো কঠিন। তার ওপর তাদের অধিনায়ক ম্যাককুলাম খেলছেন না। অন্যদিকে সিরিজ নিশ্চিত করে বাংলাদেশের ক্রিকেটাররা এখন অনেক বেশি আত্দবিশ্বাসী। তাই আমি মনে করি আগামীকালের (আজ) ম্যাচও জিতবে বাংলাদেশ।

হোয়াইটওয়াশ হওয়ার সম্ভাবনাই বেশি'- কথাগুলো বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবির পরিচালক খালেদ মাহমুদ সুজনের।

সুজন নিজেও খেলেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে। তার সময়কার ব্ল্যাক ক্যাপস দলের সঙ্গে বর্তমান সময়ের দলের পার্থক্য রয়েছে বলে জানান, 'নিউজিল্যান্ড দলে ম্যাচ উইনারের অভাব রয়েছে। আগের দলের সঙ্গে শক্তির পার্থক্য রয়েছে। ' শক্তির তারতম্য থাকলেও বাংলাদেশের জয়কে কোনোভাবে খাটো করে দেখছেন না সাবেক অধিনায়ক, 'বাংলাদেশ ভালো ক্রিকেট খেলে জিতেছে।

জয়গুলোকে খাটো করে দেখার কিছু নেই। কেননা গত কয়েক বছর ধরেই ধারাবাহিকভাবে ভালো ক্রিকেট খেলছে বাংলাদেশ। তারই ফল পেয়েছে এবার। দল জয় পেয়েছে সবার সম্মিলিত পারফরম্যান্সে। '

 

 



সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.