আমাদের কথা খুঁজে নিন

   

ম্যান সিটির গোল-উৎসব

১০ ম্যাচ থেকে ম্যান সিটির সংগ্রহ ১৯ পয়েন্ট। সমান খেলায় ম্যান ইউর পয়েন্ট ১৭। আগের ম্যাচে চেলসির কাছে ২-১ গোলে হারের দুঃখ নিয়ে খেলতে নামা ম্যান সিটি ঘরের মাঠে ১৬ মিনিটের সময় নরউইচের মিডফিল্ডার ব্র্যাডলি জনসনের আত্মঘাতী গোলে এগিয়ে যায়। ২০, ২৫ ও ৩৬ মিনিটে স্প্যানিশ মিডফিল্ডার দাভিদ সিলভা, সার্ব ডিফেন্ডার মাতিয়া নাস্তাসিচ ও সিলভার স্বদেশী ফরোয়ার্ড আলভেরো নেগ্রেদোর লক্ষ্যভেদে বিরতির আগেই জয় নিশ্চিত হয়ে যায় গতবারের রানার্স-আপদের। এই তিন গোলের দুটোতেই আর্জেন্টাইন স্ট্রাইকার স্যার্হিও আগুয়েরোর অবদান।

অন্য গোলটি আসে ফরাসী মিডফিল্ডার সামির নাসরির পাস থেকে। প্রথমার্ধে ৪-০ গোলে এগিয়ে থাকা ম্যান সিটির পক্ষে বিরতির পর গোল করেন আইভরি কোস্টের মিডফিল্ডার ইয়াইয়া তোরে, আগুয়েরো ও বসনিয়ান স্ট্রাইকার এদিন জেকো। প্রতিপক্ষের মাঠে নবম মিনিটে ইকুয়েডরের ফরোয়ার্ড আন্তনিও ভ্যালেন্সিয়ার গোলে এগিয়ে যায় ম্যান ইউ। ২০ ও ২২ মিনিটে নেদারল্যান্ডসের স্ট্রাইকার রবিন ফন পার্সি ও ইংল্যান্ডের স্ট্রাইকার ওয়েইন রুনির গোলে জয় নিশ্চিত হয়ে যায় বর্তমান চ্যাম্পিয়নদের। ৬৫ মিনিটে স্বাগতিকদের সান্ত্বনাসূচক গোলদাতা সুইডিশ মিডফিল্ডার আলেক্সান্দার কাসানিকলিচ।

ইপিএলের অন্যান্য ম্যাচে হাল সিটি ১-০ গোলে সান্ডারল্যান্ডকে ও ওয়েস্টব্রমউইচ অ্যালবিওন ২-০ গোলে ক্রিস্টাল প্যালেসকে হারিয়েছে এবং স্টোক সিটি ১-১ গোলে সাউথ্যাম্পটনের সঙ্গে ও ওয়েস্টহ্যাম গোলশূন্য ড্র করেছে অ্যাস্টন ভিলার সঙ্গে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.