আহসান আমীন, ঢাকা: সম্প্রতি এলজি নতুন স্মার্টফোন এর ঘোষণা দিয়েছে যার নাম এলজি জি২। এলজি স্মার্টফোন মার্কেটে অ্যাপল,স্যামসাং এর সাথে পাল্লা দিয়ে বেশ শক্ত অবস্থানেই আছে।
কিন্তু সাম্প্রতিক সময়ে রিলিজ পাওয়া মটোরোলার এক্স কিংবা স্যামসাং গ্যালাক্সি এস৪ এর সাথে পাল্লা দেবার জন্য একটা চমক এলজির জন্য দরকার ছিল আর সেই চমকটিই জি২ । অসাধারণ পারফরমেন্স, চোখ ধাঁধানো ডিসপ্লে বা মানানসই ক্যামেরা কি নেই এতে। নিঃসন্দেহে বাজারের অন্যতম সেরা অ্যান্ড্রয়েড ফোন হতে যাচ্ছে এলজির জি২।
এটিই প্রথম বাণিজ্যিক ভাবে ব্যবহারের জন্য কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮০০ প্রসেসর যুক্ত ফোন যা সারা দুনিয়া জুড়ে বিক্রির জন্য এলজি রিলিজ করতে যাচ্ছে। শুধু যে প্রসেসর তা কিন্তু নয়,এর ফুল এইচডি ৫.২ ইঞ্চি ডিসপ্লে এবং ১৩ মেগাপিক্সেল ক্যামেরাও জি২কে অন্যমাত্রা দিয়েছে। তবে সবচেয়ে বড় চমকটি এলজি দেখিয়েছে এর ডিজাইনে।
বন্ধুরা সময় না থাকায় বিস্তারিত লিখতে পারলাম না ভিজিট করুন http://www.ajkerbangladesh24.com/news/technology/82306.aspx
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।