আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের বেশির ভাগের সাথেই যা মিলে যাবে,আমিও বাইরে নই!!

আমি সাধারন মানুষ। অতি সাধারন একজন।

"ছেলেরা রাস্তায় পি ...... করতে পারলে আমরা কেন পারব না?" মেয়েরা ঠিকভাবে অধিকার পাচ্ছে না,তাই এই জ্বালাময়ী বক্তব্য দিয়ে বই লিখে ফেললেন কোন নারী আন্দোলন কর্মী। এদেশে ভাল মাপের চলচ্চিত্র তৈরী হচ্ছে না? সদ্যমুক্তি কোন বাংলা ছবিকে তুলোধুনো করে চরম একটা প্রিভিউ লিখে ফেললেন। ব্যাস,যেই ব্যাটা ছবি বানিয়েছে তার সাধ মিটে যাবে জন্মের মত।

আর আপনি লাইকে লাইকে ভরে যাবেন। পত্রিকায় কাজের মেয়ে নির্যাতনের খবর? আবার ও লেখা হয়ে গেল মর্মস্পর্শী ব্লগ "কবে জাগ্রত হবে আমাদের বিবেক?" আর লেখকের নিজের বাসার কাজের মেয়েটা কি খাচ্ছে তার খবর হয়তো নেয়া হয়নি কোনদিন। এরপর যুক্তি,তথ্য আর পরিসংখ্যান দিয়ে প্রমান করে দিলাম যে ইউনূস শালা একটা বিশাল আকারের সুদখোর। তার দ্বারা মানুষের অপকার ভিন্ন উপকার হয় নি। কিন্তু নিজেরা গরীব মানুষের লোনের কোন বিকল্প ব্যাবস্থা করলাম না।

অবশ্য ফেসবুক,পত্রিকা,টক শো তে যুক্তি,পরিসংখ্যান আর তথ্যের বুলি চলতেই থাকল। আমাদের এক অর্থনীতিবিদ গবেষনা করে বের করলেন,বেকারত্বই আমাদের দেশের অর্থনীতির মূল সমস্যা। আরে ভাই!! এই গবেষনা করতে বলছে কে?এই টা ম্যাংগো পিপলরাও চোখ বন্ধ করে বলতে পারে!! পারলে গবেষনা করে এর সমাধান টা দেখান রে ভাই। আমরা হাতের কলম,কি বোর্ড আর মাইক্রোফোনের সামনে জিহবা যে পরিমান অ্যাক্টিভ তার কিছুটা অ্যাক্টিভ যদি আমরা কাজে হতাম!!!!!! "আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে"।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.