আমাদের কথা খুঁজে নিন

   

ধর্ষনের প্রতিবাদে ও ধর্ষকের ফাসির দাবিতে আমার ক্ষুদ্র ক্যামেরায় তোলা ঢাকার আলোর মিছিলের কিছু ফটো।

আমি আমার "বাস্তব" কর্মব্যস্ত জীবনের ফাকে একটু বিনোদনের আশায় সুধু মাত্র ফান/মজা/টাইম পাশ/বন্ধুত্ব/দুষ্টামি করার জন্যেই আমার " "ভার্চুয়াল লাইফ" ব্যাবহার করি। আমার কোনো কমেন্টে বা পোস্টে কেউ যদি আঘাত পান, তাহলে সরাসরি জানাবেন, আমি“প্রকাশ্য সরি” বলে দিব। ঢাবির ছবির হাটে “ফেস্টুন ও প্লাকার্ড” লিখছেন আমাদের কিছু সহ যোদ্ধা। চলছে মানবন্ধনের প্রস্তুতি। আমাদের আলোর মিছিল। মিছিল শেষ মোমবাতি ও প্রদিপ জালিয়ে আমাদের মানব বন্ধন। পরিশেষে যারা আলোর মিছিলে নিজ পকেটের পয়সা খরচ করে এসেছেন তাদের কে অন্তরের অনর স্থল থেকে ধন্যবাদ এবং এই কর্মকান্ডে যোগ নাদিয়ে যারা লেপের নিচে উষ্ণ হয়েছেন এবং ভবিষ্যতে নিজেই ধর্ষন করার বা ধর্ষিত হবার অপেক্ষায় আছেন তাদের লজ্জা না দিতে পেরে আমিই লজ্জায় মুখ ঢাকলাম  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.