আমাদের কথা খুঁজে নিন

   

আবারো এভারটনের মাঠে ব্যর্থ টটেনহ্যাম

ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটনের মাঠ থেকে গোলশূন্য ড্র নিয়ে ফিরেছে টটেনহ্যাম হটস্পার।

প্রথমার্ধে বল দখলের লড়াইয়ে অনেক এগিয়ে ছিল টটেনহ্যাম। অতিথিদের আক্রমণের ধারও ছিল বেশি।

১০টি আক্রমণ করে চারটি শট পোস্ট লক্ষ্য করে নেয় টটেনহ্যাম। অন্যদিকে এভারটনের দুটি শটই চলে যায় পোস্টের বাইরে।

দ্বিতীয়ার্ধে অবশ্য ছন্দ ফিরে পায় এবারের ইপিএলে একটি মাত্র ম্যাচ হারা এভারটন। অতিথিদের চেপে ধরে ৫টি কর্নার আদায় করে নেয় তারা। কিন্তু স্বাগতিকরা গোলের দেখা পায়নি।

এদিকে, ২০০৭ সালের পর এভারটনের মাঠে জিততে পারেনি ‘স্পার্স’ নামে পরিচিত টটেনহ্যাম। সে বছরের ফেব্রুয়ারিতে সর্বশেষ গুডিসন পার্কে জয় পেয়েছিল লন্ডনের ক্লাবটি।

উল্লেখ্য, ১০ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে টটেনহ্যাম। দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা চেলসি আর লিভারপুলের পয়েন্টও ২০, তবে গোল ব্যবধানে এগিয়ে আছে দল দুটি। শীর্ষে থাকা আর্সেনালের পয়েন্ট ২৫।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।