আমাদের কথা খুঁজে নিন

   

নাগরিক কোলাহল থেকে বহুদূরে



আমার বাস তোমাদের নাগরিক কোলাহল থেকে বহুদূরে। যেখানে দিনভর বয়ে চলে সময় স্থিতি বেশে। যেখানে তুলো নেঘ আকাশে ওড়ে স্পন্দিত আবেগে। যেখানে বৃষ্টি হয় আকাশ ভাঙার ছলে। নিদারুণ সিক্ত বিস্তৃত সে মাঠ সাদা বকের পিঠে।

ভেজা মেঘ,ভেজা চাঁদ,ভেজা ঘাস ফড়িঙয়ের দেশে। জোনাক যেথায় আলো বেচে আদিম নিরুত্তাপ সহজাত কৌশলে। যেখানে রুপালী জ্যোৎস্না ভর করে গেলাসের জলে,ঘরের চালে,দীঘির কাকচক্ষু জলের ঢেউয়ে। ঘুম পাড়ানি গান শোনা যায় ভেসে আসা বাঁশির শুরে। টানা টানা সে সুর মিশে যায়,রুপালী জ্যোৎস্নায়,ঢেউয়ের তালে।

মৃত্যু যেখানে সব পাওয়া। অপূর্ণতা শুধু সময়কে হাতড়ে ফেরা।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.