আমাদের কথা খুঁজে নিন

   

ফরমালিনের অপব্যবহারে ১০ বছরের কারাদণ্ড

ফাইল ছবি সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ‘ফরমালিন ব্যবহার নিয়ন্ত্রণ আইন,২০১৩’ এর খসড়া এই অনুমোদন পায়।
ফাইল ছবি
বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের বলেন, “ফরমালিনের অপব্যবহার এখন শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে।  ফরমালিনের অপব্যবহার রুখতেই এ আইন করা হচ্ছে।”
এ আইনে বিভিন্ন মেয়াদে শাস্তির সুপারিশ করা হয়েছে জানিয়ে সচিব বলেন, ফরমালিন বিক্রির লাইসেন্সের শর্ত ভাঙলে তিন বছর থেকে দশ বছর কারাদণ্ড এবং পাঁচ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে এ আইনে।
লাইসেন্স ছাড়া ফরমালিন রাখলেও একই মেয়াদের শাস্তি ও অর্থদণ্ড প্রযোজ্য হবে।
কেউ যদি তার বাসা-বাড়িতে অবৈধভাবে ফরমালিন রাখার অনুমতি দেয়, তাহলে দুই থেকে সাত বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে প্রস্তাবিত আইনে।
ইতোমধ্যে নিরাপদ খাদ্য আইন পাস হয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, “ওই আইনের সঙ্গে যেন ফরমালিন ব্যবহার নিয়ন্ত্রণ আইন সাংঘর্ষিক না হয়- সেজন্য এই খসড়া আরো ভালভাবে পযবেক্ষণ করে চূড়ান্ত অনুমোদনের জন্য তোলা হবে।”
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, খাদ্যে ফরমালিন মেশালে কি ধরনের শাস্তি হবে সে বিষয়ে নিরাপদ খাদ্য আইনে বলা হয়েছে। আর ফরমালিন উৎপাদন, আমদানি, বিক্রি, ব্যবহার ও মজুদ নিয়ন্ত্রণে নতুন এ আইন করা হচ্ছে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।