আমাদের কথা খুঁজে নিন

   

ফরমালিনের বিরুদ্ধে অভিযান চালাতে ইউএনওদের নির্দেশ

খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের ভেজাল এবং এতে ক্ষতিকর রাসায়নিক ফরমালিন ও কার্বাইডের ব্যবহার বন্ধে বিভিন্ন পর্যায়ে অভিযান চালাতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রতি নির্দেশ দেয়া হয়েছে। স্থানীয় সরকার বিভাগ থেকে স¤প্রতি এ সংক্রান্ত একটি নির্দেশনা দেশের সব উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে পাঠানো হয়েছে। জেলা প্রশাসক এবং উপজেলা চেয়ারম্যানদের এ বিষয়ে পদক্ষেপ নিতে বলা হয়েছে ওই পত্রে। বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) পত্রের ভিত্তিতে এ নির্দেশনা দেয়া হয়েছে বলে এতে উল্লেখ করা হয়। নির্দেশনায় বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরের উদ্ধৃতি দিয়ে বলা হয়, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের জন্য আমদানি করা রাসায়নিক যৌগ ফরমালিন অবাধে বিক্রি এবং বিভিন্ন খাদ্যদ্রব্যে মিশানো হচ্ছে। কার্বাইড ও ফরমালিন মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যে ভেজাল এবং ফরমালিন ও কার্বাইড মেশানোর বিরুদ্ধে অভিযান চালিয়ে দায়ী ব্যক্তিদের প্রচলিত আইনে শাস্তি দেয়ার ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা দেয়া হয় ওই নির্দেশনায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।