আগামীকাল পহেলা মহররম হিজরি নববর্ষ ১৪৩৫ সনের প্রথম দিন। সে হিসাবে ১৫ নভেম্বর ১০ মহররম পবিত্র আশুরা। গতকাল দেশের কোথাও মহররম মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল থেকে হিজরি ১৪৩৫ সন গণনা শুরু হবে। ইসলামিক ফাউন্ডেশনের চাঁদ দেখা কমিটির সভা থেকে এ তথ্য জানিয়ে বলা হয়, আজ মঙ্গলবার জিলহজের ৩০ দিন পূর্ণ হবে এবং আগামীকাল থেকে মহররম মাসের গণনা শুরু হবে। সে মোতাবেক ১৫ নভেম্বর শুক্রবার সারা দেশে পবিত্র আশুরা পালিত হবে। গত সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
এতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক সচিব, জাতীয় চাঁদ দেখা কমিটির সহ-সভাপতি কাজী হাবিবুল আউয়াল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।