শাফিক আফতাব নীলা ভুলে গেলে একটিবার আসো না এই পুরোন ঢাকায় একটিবার সেন্টবাটুন চাপো না আমার নাম্বারে তোমার জীবন চলে এখন অত্যাধুনিক বিশালবহুল ফ্ল্যাটের কামরায় স্ত্রীর সাথে দ্বন্দ্ব চলছে আমার সংসারে। কাকে যেন লালন করি ভালোবাসি তাকে, তাকে বাসিনা তার সাথে ভালোবাসা নাকি আমার শেষের কবিতার কেতকির মতোন ভালোবাসাহীন ফুঁপে কাঁদে রাত্রির বিছানা তার কাছে আসি আমার শরীরের প্রয়োজন যখন। তোমাকে তাড়াই, ভিনদেশি কুকুরের মতোন : দূর হ এ বাড়ি থেকে তবু তুমি মনিবের দুর্বলতা বুঝে না খেয়েও রয়ে যাও হৃদয়ে আমার ওদিকে আমার সহায় সম্বল গেলো, শূন্য অঙ্কের টাকা ব্যাংকের চেকে তোমাকে ভেবে আর ভালোবেসে আমার এই ক্ষুদ্র জীবন হলো পার। বলা যায় পথের ভিখিরি আমি, বিষয় আষয় নেই, দিন আনি দিন খাই তবু ধন্য মনে হয় মানবজীবন, তোমাকে পেয়ে,তোমার আলোতে রোশনাই। ০২.০৫.২০১৩
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।