যখনই টের পাই তোমায় ভালোবাসি
মনে এক অজানা অভূতপূর্ব তৃপ্তি পাই
মনের উপর ভরসা পাই যে এখনো সে আছে
পথের মধ্যেই, পথের বাইরে চলে যায়নি
এ যেন নিজের কাছে নিজের বোঝাপড়া।।
ভয় পাই মাঝে মাঝে যদি মনের গতি বদলে যায়
সবকিছুকে বুঝানো যায়, মনকে কে মিছে বোঝায়
মন যে খাপছাড়া পাগলপাড়া, ছন্নছাড়া দিশেহারা
তোমায় ভালোবাসি বলে তাই খুব তৃপ্তি পাই।।
তুমি আছো বলে গোল লাল টিপ আমার এত ভালো লাগে
তুমি আছো বলে আমি এখনো কাজল কালো চোখ দেখি
তুমি আছো বলে আমার স্পর্শে তোমার কেঁপে ওঠা দেখি
তুমি আছো বলে তুমি আমার ভেবে মিছে উদ্দীপ্ত হয়ে উঠি।।
লাল গোল টিপ, তোমার কাজল কালো চোখ
আমার স্পর্শে তোমার কেঁপে ওঠা
আমার মিছে উদ্দীপ্ত হয়ে ওঠা
এসবই প্রমাণ করে আমি তোমাকে ভালোবাসি
এ যে কী তৃপ্তির! এ যে কী আজব পূর্ণতা!!
তাই—
যখনই টের পাই তোমায় ভালোবাসি,
আমি তৃপ্ত হই উল্লাসে, সোল্লাসে।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।