অবশেষে মঙ্গল যাত্রা। ভারতীয় সময় মংগলবার (৫ নভেম্বর ২০১৩ ) ঠিক ২টো ৩৮ মিনিট।
শ্রীহরিকোটার সতীশ ধবন মহাকাশ গবেষণা কেন্দ্র (ISRO) থেকে মঙ্গলের পথে রওনা হল ইসরোর মহাকাশযান। আমেরিকা, রাশিয়া, চিন, জাপান এবং ইউরোপীয় মহাকাশ গবেষণা সংস্থার পর ভারতের এই উদ্যোগের দিকে তাকিয়ে সারা পৃথিবী। এই মঙ্গলযানকে পাড়ি দিতে হবে ১০ মাসের পথ।
বিজ্ঞানীরা বলছেন, সব ঠিক থাকলে আগামী ১৪ সেপ্টেম্বর ২০১৪ নাগাদ যানটি মঙ্গলের কাছাকাছি পৌঁছে তার অভিকর্ষ বলের প্রভাবে চারপাশে পাক খাওয়া শুরু করবে। ইসরোর চেয়ারম্যান কে রাধাকৃষ্ণন এই উৎক্ষেপণকে ‘অসামান্য’ আখ্যা দিয়েছেন। এই অভিযানের অধিকর্তা কে উন্নিকৃষ্ণন জানিয়েছেন, আবহাওয়া বেশ ভাল ছিল। সফল ভাবেই মহাকাশযান উৎক্ষেপণ হয়েছে এবং নির্দিষ্ট কক্ষপথে স্থাপিতও হয়েছে। উৎক্ষেপণের পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ইসরোর বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন।
কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধীর পাশাপাশি বিজেপিও ইসরোর প্রশংসা করেছে। গুজরাতের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী ‘এই ঘটনা ভারতকে অন্য উচ্চতায় পৌঁছে দেবে’ বলে মন্তব্য করেছেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।