শ্বাস-প্রশ্বাসে আছে স্বাধীনতা, চিন্তায় মানবতা...
...সালাত আদায় করাটা অনেক সহজ। সালাত এড়িয়ে যাওয়াটা আরও বেশি সহজ। যার কারনেই অনেকদিন সালাত থেকে দূরে ছিলাম (আল্লাহ্ আমাকে মাফ করুন)...শয়তান হয়তো আমার ভিতরেই থাকা-খাওয়া শুরু করে দিয়েছিল! মাসের পর মাস আমি সালাত আদায় করতাম না আর এই ব্যাপারে আমার কোন চিন্তাও ছিল নাহ্। অনেকটা ভুলেই গিয়েছিলাম যে এই দুনিয়া কেবল পরীক্ষার হল... ফাইনাল ডেসটিনেশন এইখানে না। কয়দিন? একদিন তো মরতে হবে...সেদিন আমাকে কে দেখবে! কে বাচাবে??
ইহকাল জীবনের পরিপূর্ণতার জন্য পড়াশুনা, পেশাদারিত্ব, পারিবারিক ব্যবসায় ফুললি কনসেন্ট্রেটেড্... সমস্যা এখানে না! সমস্যা হল এইসব করেছি সালাত এড়িয়ে...আমি জানি, আমি যতই ব্যস্ত থাকিনা কেন সালাত আদায় করার সময়টুকু আমি চাইলেই বের করে নিতে পারতাম।
কিন্তু, কেন যেন চেষ্টাই করতাম সালাত এড়িয়ে যাবার। আর হয়েছেও তাই...
“না, আর না...মুসলিম হিসেবে অন্তত সালাতটুকু আদায় করা উচিত...কারন মুসলমান আর কাফিরদের মধ্যে মূল পার্থক্যই সালাত। ”
-কথাগুলো চিন্তা করতাম প্রায় প্রতিরাতেই। কিন্তু সালাত আদায় করা হয়ে ওঠেনি...কারন শুধু চিন্তাই করে যাচ্ছিলাম। হঠাৎ একদিন সালাত আদায় করা শুরু করলাম...ব্যস! কোন ব্যাপারই না...এরপর আযান শুনলে আর নিজেকে ব্যস্ত রাখি না।
ওযু করে প্রস্তুত হতে থাকি সালাতের জন্য...সালাত শেষে দু’আ করি, আল্লাহ্ যেন আমাকে প্রতি ওয়াক্ত নামাজ সঠিক সময়ে পড়ার তৌফিক দান করেন...(আমীন)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।