আমাদের কথা খুঁজে নিন

   

সংঘর্ষ ওঁ অসংঘর্ষ !!

ব্লগে আজ আমার যাত্রা শুরু হলো , রাস্তা ঘাট সব আজব আজব লাগতাসে!! শরীরটা আজ এক অভিশপ্ত লেলিহান অগ্নিকুণ্ড কোন কিছুর স্পর্শ পেলে জ্বলে ওঠে দাও দাও করে ! এতদিন যা ছিল ঘুমন্ত , শান্ত অন্য এক কায়ার স্পর্শে , স্পর্শে সে যেন আজ তার একাকিত্ত ঘুচাতে চায় । ঘুচাতে চায় তার আজন্ম লালিত তৃষ্ণা ! অবগাহিতো হতে চায় অন্য কায়ায় রন্ধে রন্ধে পশমে পশমে ! আর মস্তিষ্ক সেখানে খাড়া করে বাধা , তুলে দিতে চায় কংক্রিটের অবিচ্ছেদ্য দেয়াল রন্ধে রন্ধে যেন ঢুকিয়ে দিতে চায় গলন্ত ঠাণ্ডা মোম !! মন সেতো আরেক আজব জিনিস দিতে থাকে মিথ্যায় ঠাঁসা লাল নীল হাবিজাবি সান্ত্বনা! ফিস ফিস কোরে বলে যায়, শান্ত হও, শান্ত হও.. হে কায়ামানব !!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.