কোন আইন কি আছে ভাড়াটিয়াদের কে বাচাঁতে পারে বাড়ী্ওয়ালাদের মরণ কামড় থেকে। আমি নিশ্চিত বাড়ী ভাড়া নেবার ক্ষেত্রে ৯০ ভাগের চেয়ে বেশী বাড়ী্ওয়ালা কোন চুক্তিপত্র করেন না বা করতে চান না। এমনকি মাসিক ভাড়া তোলার ক্ষেত্রে দেন না কোন পাকা রসিদ। আর আমরা শুধূ সাময়িক একটা বাড়ী ভাড়া নিয়ে এই ভেবে স্বান্তনা পাই যে, যাক বাবা জলে থেকে কুমীরের সাথে কে যাবে মারামারি করতে। আর এই সুযোগে বাড়ী্ওয়ালারা যেমন খুশি তেমন করে ৬ মাসে বা বছর বছর ভাড়া বাড়িয়েই যান।
আর যদি তাই হয়- তবে কি কখনো কোন ভাবে এরকম অন্যায়, অযৌক্তিক ভাড়া বৃদ্ধির কোন প্রতিকার নেই! মুল্যস্ফিতির জন্য যদি বাড়ী্ওয়ালা প্রভাবিত হন তখন একই দেশেরে নাগরিক হিসেবে ভাড়াটিয়ারাও কিন্তু সমানভাবে প্রভাবিত। এমনই এক পরিস্থিতিতে আমি গিয়েছিলাম আইনী পদক্ষেপ নিতে। কিন্তু পারিনি উপযুক্ত কাগজী প্রমান পত্র দিয়ে বিষয়টাকে মাননীয় আদালতের সামনে আনতে। তবেকি আমরা সারা মাস কাজ করবো শুধু বাড়ী ভাড়া যোগাড় করার জন্য। আশপাশের যাদের সাথেই কথা বলেছি সবাই প্রায় একই রকম অন্যায়ের স্বীকার, কিন্তু কোন ব্যবস্থা গ্রহনের ক্ষেত্রে এগোতে চান না।
না জানি মিছে নিজেই হয়রানি হন কিংবা বাড়তি আরো কিছু টাকা এ সুযোগে শুধূ উকিল সাহেব সহ সংশ্ষ্টি লোকেদের পকেটে দিয়ে নিজে আবার বাক্স পেটরা গোছাতে হবে নতুন ঠিকানার খোঁজে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।