এই দক্ষিণ আফ্রিকা, এই কলকাতা, এই ব্যাংকক। পুরো দৌড়ের ওপর। এত ব্যস্ত নায়ক আপনি?
অতশত জানি না। কাজটা ঠিকঠাক হচ্ছে সেটাই সবচেয়ে বড় কথা। কাজ ছাড়া আমি থাকতে পারি না।
এই 'রংবাজ'র প্রোমোশন করলাম এরপরেই টনিদার ছবি 'বুনো হাঁস'র শুটিংয়ে ব্যাংকক যাব।
নিজেকে যে সময় দিতে পারছেন না।
নিজেকে এভাবেই ব্যস্ত রাখতে চেয়েছিলাম, অসুবিধা হবে কেন!
বক্স অফিসে বলছে, আপনার ওপর ভরসা করা যায়। আপনার কী মনে হয়?
আমার তো মনে হয় দর্শকের ওপর ভরসা করা যায়।
সবই তো দর্শকের ওপরে ছেড়ে দিচ্ছেন।
এতটা বিনয়? নিজের অবদান স্বীকার করবেন না?
অবদান যা আছে তা এক দিনে হয়নি। এই ইমেজটাও এক দিনে হয়নি। সাত বছর ধরে কাজ করছি। ১৪টি ছবি লেগেছে এ জায়গায় পৌঁছতে বা ভরসা তৈরি করতে। খাটতে হয়েছে।
এর মধ্যে ফ্লপ ছবি সংখ্যায় প্রায় নেই বোধহয়, নাকি আছে! ভালো ব্যবসা করলেও আমার নিজের কাছে ফ্লপ করেছে 'পাগলু টু'। আরও বেশি এঙ্পেকটেশন ছিল।
কিন্তু প্রডিউসারদের কাছে তো আপনি লক্ষ্মী।
কারণ তারা জানেন আমি তুমুল রেসের ঘোড়া। কতটা টাকা লাগানো যায়, আমার ওপর কত টাকা লাগানো যেতে পারে তারা জানেন।
ভক্তরা আমার নামে পুজো দেয়।
তার মানে আপনি লক্ষ্মী ছেলে?
হাঃ হাঃ হাঃ... আমার সম্পর্কে এমন ধারণা হলে তো ভালোই। তবে শুধু দু-এক বছর নয়, এই 'লক্ষ্মী' ট্যাগটা যেন আগামী কুড়ি বছর থাকে।
'চাঁদের পাহাড়'র মতো বিগ বাজেটের ছবি করছেন। 'চাঁদের পাহাড়' কিন্তু একেবারে কমার্শিয়াল ধাঁচে তৈরি।
যদিও 'রংবাজ' বা 'পাগলু টু' ঘরানার নয়।
আপনি যদি মসালা ছবি নাও করেন দর্শক এবং প্রযোজক চাইবে সেটা বক্স অফিসে হিট হোক।
আমি 'কমার্শিয়াল হিরো' এই স্ট্যাম্পটা লেগে গেছে। অন্য ধারার ছবি করলেও 'দেব' থাকা মানেই পয়সা উশুল হতে হবে। বলিউডের আইকন শাহরুখ, সলমনের মতোই।
তবে আমি টলিউডের মুখ এক দিনে হইনি।
টলিউডে আপনিই এখন হাইয়েস্ট পেড নায়ক!
এতে কিছু আসে যায় না। ছবি হিট হলে সব ফিট। নইলে এসব নিয়ে কেউ আর মাথা ঘামাবে না।
'রংবাজ'র ফিডব্যাক কেমন?
দারুণ ফিডব্যাক।
গানগুলো তো বিশ্বকর্মা পুজোর সময় থেকেই হিট হয়ে গিয়েছিল। 'লুঙ্গিডান্স' আর 'ও মধু' এই দুটি গানই তো হিট ছিল।
এবার সাউথ আফ্রিকার অভিজ্ঞতা কেমন?
মারাত্দক। মরতে মরতে বেঁচেছি। 'রংবাজ'র স্টান্ট তো দেখেছেনই।
'চাঁদের পাহাড়'-এ দেখতে পাবেন সিংহ, হাতির খেলা।
'চাঁদের পাহাড়' মুক্তি কবে?
২৫ ডিসেম্বর, বড়দিনে। আমার জন্মদিনও।
কাকে নিজের প্রধান প্রতিদ্বন্দ্বী মনে করেন?
জিতের 'বস' বঙ্ অফিসে দারুণ সাফল্য পেয়েছে। 'বস' হিট করেছে বলে আমি খুশি।
কিন্তু রেকর্ড বা বঙ্ অফিসে সাফল্যের তালিকা দেখতে হলে আমি নিজের ছবির রেকর্ডের দিকেই তাকাতে চাই। 'খোকা ৪২০', 'চ্যালেঞ্জ'। একটার রেকর্ড অন্যটা ভেঙেছে। আমি নিজের রেকর্ড ভাঙায় বেশি বিশ্বাসী।
*শোবিজ ডেস্ক
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।