দীর্ঘদিন ধরেই বাংলা গানে অসুস্থতা ছড়াচ্ছেন ফুয়াদ আল মুক্তাদির। ক্যারিয়ারের শুরু থেকেই তিনি তাই বিতর্কিত। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলামের মতো ব্যক্তির গানের কথা বিকৃত করে, সঙ্গে নতুন লাইন যোগ করে তিনি গান করেছেন। সেই ফুয়াদ এবার করেছেন আসন্ন আইসিসি 'টি-২০ বিশ্বকাপ ২০১৪-এর থিম সং। তুমুল সমালোচিত হচ্ছে গানটি।
সংগীতাঙ্গনের মানুষ গানটিকে মেনে নিতে পারছেন না। কারণ হিসেবে তারা দেখিয়েছেন, বিশ্বকাপ যখন যে দেশে হয় তখন সে দেশের সংস্কৃতিকে তুলে ধরে থিম সং হয়। কিন্তু ফুয়াদের গান কোনোভাবেই বাংলাদেশকে প্রতিফলিত করে না। বরং গান শুনে যে কোনো বিদেশি অতিথির মনে হবে, বাংলাদেশ একটি ড্যান্স-বারে ঠাসা দেশ।
গানের কথা হচ্ছে_ 'চার ছক্কা হৈ হৈ...' গানের কথায় বাংলা-ইংরেজি মিলিয়ে একটা জগাখিচুড়ি ভাষা তৈরি হয়েছে।
সব মিলিয়ে শুদ্ধ সংস্কৃতি কর্মীরা ফুয়াদের পাশাপাশি বিশ্বকাপ আয়োজকদেরও সমালোচনা করেছেন। কারণ এমন গুরুত্বপূর্ণ গান যেনতেনভাবে তৈরি করার জন্য। অন্যদিকে গানের মিউজিক ভিডিওতেও বিরক্ত শুদ্ধ সংস্কৃতিকর্মীরা। কারণ ভিডিওতেও কোনোভাবেই বাংলাদেশের সংস্কৃতি ওঠে আসেনি।
গানটিতে কণ্ঠ দিয়েছেন পান্থ কানাই, কণা, এলিটা, জোহান, শান্ত, পূজা ও তাপস।
গানের কথা লিখেছেন অনম বিশ্বাস ও রেফায়াত আহমেদ।
এদিকে সম্প্রতি গানটির সুরে নকলের অভিযোগ উঠেছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।