আমাদের কথা খুঁজে নিন

   

পারস্য উপসাগর থেকে ফিরে যাচ্ছে মার্কিন যুদ্ধজাহাজ নিমিত্‌জ

পারস্য উপসাগর থেকে দেশে ফিরিয়ে নেয়া হচ্ছে পরমাণু শক্তিচালিত মার্কিন বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস  নিমিত্‌জকে। মার্কিন প্রতিরক্ষা বিভাগ এ নির্দেশ দিয়েছে।

পেন্টাগন জানিয়েছে, শুক্রবার জাহাজটি মিশরের সুয়েজখাল ও লোহিত সাগর পাড়ি দিয়েছে। ধারণা করা হচ্ছে- আগামী ক্রিস্টমাসের আগেই এটি যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে পৌঁছাবে।

উল্লেখ্য, সিরিয়ার রাসায়নিক হামলার অভিযোগ তুলে যুক্তরাষ্ট্র কিছুদিন আগে  সামরিক আগ্রাসন চালানোর যে পরিকল্পনা করেছিল তারই অংশ হিসেবে নিমিত্‌জকে পারস্য উপসাগরে মোতায়েন করা হয়। তবে, রাশিয়ার মধ্যস্থতায় সিরিয়া রাসায়নিক অস্ত্র ধ্বংস করতে রাজি হলে সে যুদ্ধের পরিকল্পনা থেকে সরে আসে যুক্তরাষ্ট্র। 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.