স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দিন খান আলমগীর বলেছেন, নাশকতামূলক কাজে উস্কানি দেওয়ার জন্য হরতাল ডাকা হয়েছে।
তিনি আজ সন্ধ্যায় চাঁদপুরের কচুয়া উপজেলার মাঝিগাছ উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্য একথা বলেন।
মন্ত্রী বলেন, যারা হরতালের নামে মানুষ খুন করে সংলাপ বা আলোচনার জন্যে আমরা তাদের উদ্বুদ্ধ করতে পারি না।
তিনি বলেন, তথাকথিত হরতালের নামে চোরাগোপ্তা হামলায় যে ১৮ লোক মারা গেছেন তাদের দায় হরতালকারীদের নিতে হবে। হত্যা ও বিশৃঙ্খলার দায়ে তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর, উপজেলা পরিষদের চেয়াম্যান আইয়ুব আলী পাটওয়ারী, ভাইস-চেয়ারম্যান সোহরাব হোসেন সোহাগ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সালমা শহীদ প্রমুখ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।