মঙ্গলবার আটক চার জামায়াত-শিবির নেতা এসব তথ্য দেন বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তাররা হলেন মুন্সীগঞ্জ জেলা শিবিরের সাংগঠনিক সম্পাদক গুলজার হোসেন (২২), পিরোজপুরের নাজিরপুর এলাকার সাজ্জাদ হোসেন (২৩), দক্ষিণ কেরানীগঞ্জের কদমপুর থানার মোবারক হোসেন(২৩) এবং মেরিন টেকনোলজির শিক্ষক ও বন্দর উপজেলা জামায়াতের উপদেষ্টা আব্দুস সাত্তার (৫৫)।
পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জিজ্ঞাসাবাদে আটকরা এসব নাশকতার তথ্য জানানোর পরপরই নিরাপত্তায় ব্যাপক পরিবর্তন আনা হয়েছে।
জ্বালানি তেলের ডিপোসহ গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
তিনি বলেন, নাশকতার পরিকল্পনায় ছিল: ফতুল্লা মডেল থানায় হামলা ও অস্ত্র লুট এবং বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের নিয়ন্ত্রণাধীন যমুনা অয়েলের ডিপোতে অগ্নিসংযোগ করা।
আটকদের কাছ থেকে বিপুল সংখ্যক জিহাদী বই ও সরকারবিরোধী কর্মকাণ্ডের লিফলেট ও ডায়েরি উদ্ধার করা হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।