শনিবার আর্জেন্টিনার হুয়ান মার্তিন দেল পোত্রোকে হারানোয় শেষ চারে উত্তরণ নিশ্চিত হয়ে গেছে তার। খেলার ফলাফল ৪-৬, ৭-৬, ৭-৫।
আগের দুই ম্যাচে দুজনই একটি করে জয় পাওয়ায় ‘বি’ গ্রুপের ম্যাচটা পরিণত হয়েছিল ‘কোয়ার্টার ফাইনাল’-এ। মহাগুরুত্বপূর্ণ লড়াইয়ে প্রথম সেট হেরে ভক্তদের ভয় পাইয়ে দিয়েছিলেন ফেদেরার।
তবে এরপর ঘুরে দাঁড়িয়ে দারুণ এক জয় তুলে নিয়েছেন রেকর্ড ১৭টি গ্র্র্যান্ড স্লামের মালিক।
বছরের শেষ এটিপি টুর্নামেন্টের সেমি-ফাইনালে অবশ্য কঠিন পরীক্ষা দিতে হবে ফেদেরারকে। ফাইনালে ওঠার লড়াইয়ে তার প্রতিপক্ষ বিশ্বের এক নম্বর খেলোয়াড় রাফায়েল নাদাল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।