আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের বাইরে প্রথম দল হিসেবে তারা এ ঘোষণা দিলো।
সোমবার ১৪ দলের নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু দলীয় এ অবস্থান জানান।
সাংবাদিকদের তিনি বলেন, “নির্বাচনে আসা না আসা যে কারো গণতান্ত্রিক অধিকার। কিন্তু সাংবিধানিক ধারা অব্যাহত রাখতে নির্বাচনের প্রয়োজন আছে।
“শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরে নির্বাচনের বিকল্প নেই।
আমরা নির্বাচনে অংশ নেবো। ”
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন করছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। নির্দলীয় সরকার ছাড়া নির্বাচনে না যাওয়ারও ঘোষণা রয়েছে তাদের।
এদিকে নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে সর্বদলীয় সরকারের অধীনে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে সরকার।
দশম জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইতোমধ্যে দলীয় মনোনয়ন ফরম বিক্রিও শুরু করেছে আওয়ামী লীগ।
এ পরিস্থিতিতে প্রধান বিরোধী দল বিএনপি নির্বাচনে না এলে কী করবেন জানতে চাইলে আনোয়ার হোসেন মঞ্জু বলেন, “উনি(খালেদা জিয়া) না করলে আমি করবো না- এতো অসহায় আমরা না। ”
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।