আমি একজন পর্যটন কর্মী। বেড়াতে, বেড়ানোর উৎসাহ দিতে এবং বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।
বিদ্যুতের জোয়ার আইছে বইলে খবরের কাগজে বিজ্ঞপ্তি দেখলাম। কাইলকা এর উৎসব অইবো। হাতির ঝিলে নাকি আতশবাজি হইবো।
একদিকে আন্দোলনের নামে চলছে মানুষ পোড়ানো, আরেক দিকে বিদ্যুতের নামে তামাশা। শান্তির নামে বন্দুকের নল উঁচায়া নিরাপত্তারক্ষীদের দাবড়ে বেড়ানো।
কারেন্ট লইয়া একটা লেখা লিখছিলাম। একটু কড়া লেখা। এইটা পইড়া অনেকেই উদ্বিগ্ন হইছেন।
বইলছেন, আমি এ রকম লেখা কেন লিখলাম।
আমার যতটুকু বিবেচনা শক্তি আছে- তা নিয়ে বুঝতে অসুবিধা হচ্ছে না যে, সরকার ও রাজনীতিকরা আম পাবলিকের লগে নির্মম রসিকতা কইরতেছেন। এইটা নিয়া দ্বিমত কইরবেন, এমন লোক চউক্ষে পড়তেছে না। অবশ্য দলান্ধ বা দলকানা লোকদের কথা আলাদা।
ক্ষমতা ছাড়ার মওসুমে সব সময় হানাহানি হয়, ক্ষমতা এ রকম রূপবতী তরুণী বা রুপবান তরুণ ক্যান, যারে পাইবার জন্য রাজনীতিকরা মজনু কিম্বা লাইলী হইয়া গেছেন! আবার মুখে বলেন- জনগণই সব।
সংবিধানেও নাকি বলা আছে- জনগণ সকল ক্ষমতার উৎস। আসলে কি তাই। মনে তো লয় না।
১০ হাজার মেগাওয়াটা কারেন্ট যদি উৎপাদন হয়, তাইলে খোদ রাজধানীতেই লোড শেডিং হয় ক্যান, আর গ্রামের মানুষের সাথে বিদ্যুৎ বিদ্রুপ করে কেন? এর কি কোনো জওয়াব কারো জানা আছে? থাকলে আওয়াজ দিয়েন। কৃতার্থ হইবো।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।