আমাদের কথা খুঁজে নিন

   

ভালোবাসা যৌনউত্তেজনার মার্জিত রূপ

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।

ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)। ভালোবাসার সাধ থাকতে নেই কারো কারো কেনোনা কারো কারো ভাগ্যে ভালোবাসা সয় না সয়না মানে, ভালোবাসা কারো কারো ভাগ্যে জহুরের মতো অন্তত যারা ভালো বাসতে জানে, তাদের জন্য। ভালোবাসা যৌনউত্তেজনার মার্জিত রূপ প্রেমও দেহাশ্রিত কামনাবাসনার শৈল্পিকরূপ এতে লাল নীল প্রলেপ দিলে স্বর্গীয় সম্পদ হযে ওঠে, যাঁরা এই রঙশিল্পী তাদের অনেকের ভাগ্যে ভালোবাসা প্রেম জোটেনী।

তারা সমস্তজীবন ভালোবাসার জন্য অনাথ বালকের মতো হন্য হয়ে ভালোবাসা খুঁজেছে প্রেম খুঁজেছে, কিংবা বুভুক্ষু পীড়িতের পথে দ্বারে দ্বারে ভিক্ষা মেগেছে অথচ ভালোবাসা নামক বায়বীয় হাওয়ার মিঠাই পায়নি তারা। যাঁরা ভালোবাসতে জানেন, তাদের ভালোবাসার সাধ থাকতে নেই কেনোনা তাদের জীবনে ভালোবাসা ধরা দেবেনা। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.