আমাদের কথা খুঁজে নিন

   

সংলাপে বসতে লিখিত প্রস্তাব চায় বিএনপি

সরকারের সঙ্গে সংলাপে বসতে বিএনপি রাজি আছে। তবে এর আগে সরকারের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে লিখিত প্রস্তাব চায় দলটি। আজ বৃহস্পতিবার দলের চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।
এর আগে সকালে গণভবনে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে সংলাপে বসার আহ্বান জানান।
প্রধানমন্ত্রীর এ আহ্বানের জবাবে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, ‘একই ধরনের কথা আওয়ামী লীগের অনেক নেতা ও কিছু মন্ত্রীও বলেছেন।

’ প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, ‘কোন কোন বিষয়ে আলোচনা করতে চান, তা সুনির্দিষ্ট করুন। আনুষ্ঠানিক প্রস্তাব পাঠালে বিএনপি সংলাপে রাজি। লিখিতভাবে আহ্বান জানালে আমাদের কোনো আপত্তি নাই। ’
সংবাদ সম্মেলনে শামসুজ্জামান বলেন, ‘তত্ত্বাবধায়ক ব্যবস্থা মেনে নিলে আর বিশেষ আলোচনার তেমন কিছু থাকে না। তত্ত্বাবধায়ক শব্দ নিয়ে যদি আপত্তি থাকে, তাহলে এটিকে দলনিরপেক্ষ নির্বাচনকালীন সরকার বলতে পারেন।


শামসুজ্জামান আরও বলেন, সরকার যদি আসলেই সংলাপ করতে চায়, তাহলে কারাগারে আটক বিএনপির নেতাদের মুক্তি দিয়ে তার ইঙ্গিত দিতে পারে।
৪ মে রাজধানীতে অনুষ্ঠেয় বিএনপির সমাবেশের বিষয়ে শামসুজ্জামান সাংবাদিকদের জানান, শাপলা চত্বর কিংবা নাইটিংগেল মোড়ে সমাবেশ করার অনুমতি চাওয়া হয়েছে। তবে এখনো লিখিত বা মৌখিক অনুমতি দেওয়া হয়নি। তিনি বলেন, ‘যেকোনো উপায়ে বিএনপি ঢাকায় এ সমাবেশ করবে। ’
তিনি অভিযোগ করে বলেন, ‘ঢাকার বাইরে থেকে দাড়ি-টুপিওয়ালা লোকদের বাসের টিকিট দেওয়া হচ্ছে না।

’।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে ১৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।