আমাদের কথা খুঁজে নিন

   

মাঠে নামল রেড ক্রিসেন্ট

রাজনৈতিক অস্থিরতায় কেবল নেতিবাচক নানা দৃষ্টান্ত। হরতালের আগুনে পুড়ছে সাধারণ মানুষের শরীর, পরিবার। এ অবস্থায় হরতালে অসহায়দের সাহায্যে বাংলাদেশ রেড ক্রিসেন্টের যুব ইউনিট শুরু করল সহায়ক সহযোগিতা। হরতালে আহতদের জন্য খুলল 'জরুরি প্রাথমিক চিকিৎসা' ব্যবস্থা।

গত রবিবার থেকে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের হরতালের প্রথম দিন থেকে রেড ক্রিসেন্ট উদ্যোগটি শুরু করে।

এর আগে গত ২৪ অক্টোবর থেকে এ সেবা কার্যক্রম শুরু হয় ঢাকায়। দ্বিতীয় পর্যায়ে পরীক্ষামূলক চট্টগ্রাম থেকে শুরু হলো। সংস্থা থেকে জানানো হয়েছে, বিপদের সময় এ কার্যক্রমটি পর্যায়ক্রমে প্রতিটি জেলা শহরে শুরু হবে।

যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম ইউনিট সূত্রে জানা যায়, গত রবিবার থেকে শুরু করা সেবামূলক এ কার্যক্রমে হরতালে আহত চারজনকে চিকিৎসাসেবা দেওয়া হয়। এর মধ্যে রবিবার তিনজন ও গতকাল একজনকে।

হরতাল চলাকালে সাতজন সদস্যের প্রাথমিক চিকিৎসায় প্রশিক্ষিত দুটি দল কাজ করছে। সকাল ৭টা থেকে ২টা ও বিকাল ২টা থেকে রাত ৮টা পর্যন্ত দল দুটি মাঠে কাজ করছে। হরতালের সময় রেড ক্রিসেন্টের উদ্যোগে অ্যাম্বুলেন্স ও সাদা রঙের একটি পিকআপ ভ্যান সর্বদা প্রস্তুত থাকছে। ভ্যানে থাকছেন স্বেচ্ছাসেবী কর্মীরা। তাদের সবার গায়ে পরা আছে লাল রঙের হাফ জ্যাকেট।

তাতে আছে রেড ক্রিসেন্টের লোগো। ভ্যান ও অ্যাম্বুলেন্সের সামনে ব্যানারে লেখা- 'জরুরি প্রাথমিক চিকিৎসা'।

রেড ক্রিসেন্ট যুব ইউনিটের উপ-প্রধান ফখরুল ইসলাম চৌধুরী পরাগ বলেন, নগরীর বিভিন্ন স্পটে বিশেষ করে উত্তরে অঙ্েিজন, দক্ষিণে শাহ আমানত সেতু থেকে শুরু করে কাজীর দেউড়ি মোড়, মুরাদপুর, বহদ্দার হাট, একে খান গেটে, আন্দরকিল্লা, লালদীঘি ময়দানসহ হরতালকারীদের অবস্থানের সম্ভাব্য স্থানে আমাদের টিম ৩০ মিনিট করে অবস্থান করে সেবার জন্য প্রস্তুত থাকছে। এভাবে নগরীর অধিকাংশ স্পট আমাদের সেবাকর্মীদের আয়ত্তে আছে। তিনি বলেন, আমাদের সেবা টিমে যারা আছেন, সবাই প্রাথমিক চিকিৎসাসেবায় প্রশিক্ষিত।

আর গুরুতর আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দিতে হাসপাতালে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়।

চট্টগ্রাম যুব রেড ক্রিসেন্টের সিটি ইউনিটের প্রধান এইচ এম সালাহউদ্দিন বলেন, রাজনৈতিক অস্থিরতার এই সময়ে রেড ক্রিসেন্টের এই উদ্যোগকে সবাই স্বাগত জানিয়েছেন। কাজটি শুরুর আগে আমরা সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করেছি, সবাই উৎসাহিত করেছেন। কাজ শুরুর পর সবার ব্যাপক সাড়াও পেয়েছি।

 

 



সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.