আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নমিনেশনের দীর্ঘ লাইনে ১২ প্রবাসী মনোনয়নপত্র ক্রয় করেছেন বলে ১৩ নভেম্বর প্রাপ্ত সর্বশেষ সংবাদে জানা গেছে। ঢাকা থেকে বুধবার রাতে টেলিফোনে বার্তা সংস্থা এনাকে এ তথ্য জানান যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান। তিনি বলেন, আমি নিজে বগুড়া ১ ও ৬ আসনের মনোনয়নপত্র ক্রয় করেছি। নওগাঁ আসন থেকে ড. মহসিন আলী, টাঙ্গাইলের ভূয়াপুর আসন থেকে ড. নূরন্নবী, জামালপুর-৪ আসন থেকে আব্দুস সামাদ আজাদ এবং এডভোকেট মোর্শেদা জামান, গাজিপুরের কাপাসিয়া আসনের জন্যে এম ফজলুর রহমান, সুনামগঞ্জ-৪ থেকে ফারুক আহমেদ, বরগুনা থেকে মাহাবুবুর রহমান টুকু, খোরশেদ খন্দকার চট্টগ্রাম-৭, আব্দুল্লাহ আল লিটন পটুয়াখালি ৪ এবং এডভোকেট সালাম কুষ্টিয়ার একটি আসন থেকে মনোনয়নপত্র ক্রয় করেছেন। এছাড়া আলমগীর হোসেনও মনোনয়নপত্র ক্রয় করেছেন বলে শুনেছি।
ড. সিদ্দিক জানান, এর বাইরে আরো কেউ থাকতে পারেন। তবে এখন পর্যন্ত আমার সাথে তাদের যোগাযোগ হয়নি। তিনি বলেন, বিএনপি যদি দলগতভাবে নির্বাচনে অংশ না নেয় তাহলেও নির্বাচন থেমে থাকবে না। কারণ দেশের সিংহভাগ মানুষ এখন নির্বাচনী জোয়ারে ভাসছে।
ভেতরে ভেতরে বিএনপির সম্ভাব্য প্রার্থীরাও প্রস্তুত হচ্ছেন।
এদিকে, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সম্পাদক নিজাম চেৌধুরী ঢাকায় রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাচনী সেলে। তিনি কাজ করছেন চট্টগ্রাম বিভাগের জন্যে।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।