বৃহস্পতিবার সকালে পুলিশ ও শ্রমিকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রায় এক ঘণ্টা বন্ধ থাকে। আশুলিয়া এলাকার দুই শতাধিক পোশাক কারখানায় এক দিনের ছুটি ঘোষণা করা হয়।
শিল্প পুলিশের পরিদর্শক আবদুস সাত্তার জানান, বিজিএমইএর সিদ্ধান্তে বুধবার আশুলিয়ার সব কারথানা বন্ধ রাখা হয়। বৃহস্পতিবার সকালে বাইপাইল থেকে জিরাব ও জিরাব থেকে ২০ মাইল এলাকা পর্যন্ত বিভিন্ন কারখানার শ্রমিকরা কারখানায় আসার পরপরই আট হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে তারা রাস্তায় বেরিয়ে আশেপাশের কারখানার দিকে ঢিল ছুড়তে শুরু করে।
সকাল সাড়ে ৮টার দিকে হাজার খানেক শ্রমিক ঢাকা-টাঙ্গাইল সড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় নরসিংহপুর ও বেরন এলাকায় পুলিশের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ হয়।
পরে পুলিশ রাবার বুলেট ও কাঁদুনে গ্যাস ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় শ্রমিক ও পথচারীসহ অর্ধশতাধিক আহত হন।
এই পরিস্থিতিতে আশুলিয়া এলাকার সব পোশাক কারখানায় বৃহস্পতিবারের জন্য ছুটি ঘোষণা করা হয় বলে আবদুস সাত্তার জানান।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।