খুন গুম হত্যা রাহাজানি ,অপহরন ,মানবাধিকার লঙ্ঘন জনিত ঘটনা ঘটলেই সন্দেহের তীর ছুড়া হচ্ছে জামাত শিবির বা বিরোধী জোটের দিকে ।সংসারের নিয়ন্ত্রন এর জন্য থাকে একজন অভিভাবক আর অভিভাবক থাকার পর ও যদি তার ঘরের মেয়েরা পরপুরুষের সঙ্গে অবইধ্য কাজ করে অবশেষে অন্তঃসত্তা মেয়েকে ভাগিনার সাথে বিয়ে দিলে ৪/৫ মাস পর বাচ্চা প্রসব করলে বলা হয় ভাগিনারে ভাল মনে করে মেয়েকে বিয়ে দিলাম সেও দেখি এমন খারাপ যে ৪/৫ মাস যেতে না যেতেই নানা বানিয়ে ছাড়লো ।আমাদের সরকারের হয়েছে সেই অবস্থা ।নিজেরা লুটপাটে আখের গোটা গোছাতে গিয়ে দেশের সেবার নামে চলছে গলাবাজির মত তামাসা ।আশুলিয়ার মত বহু ট্রাজেডীর ঘটনা এই সরকারের ঘটনা ঘটেছে যে কোন ঘটনা ঘটতে না ঘটতেই নাম দেওয়া হচ্ছে বিরোধী শিবিরের ।সবকিছুই যদি তারাই করে তবে কেন সরকার এবং কি কাজে জনগনের পয়সায় বেতন খাচ্ছে? ছিঃ । এটা মুলতঃ পতিত পচন ধরা একটা আ্লাতান্ত্রিক কথাবার্তা। দয়া করে অভুক্ত অসহায় গার্মেন্টস অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহন করুন ।নতুবা এমন পচন ধরবে আপনাদের যে জনগন শুধু ছিঃ ছিঃ করবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।