ফিলিপাইনের প্রেসিডেন্ট বেনগনো একুইনো প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় হাইয়ানে বিধ্বস্ত দুর্গতদের ত্রাণ তৎপরতা জোরদার করা নিয়ে চাপের মুখে পড়েছেন।
ত্রাণের জন্য মরিয়া হয়ে থাকা মানুষদের জন্য দ্রুত খাবার, পানি ও ওষুধ সরবরাহ করা নিয়ে একুইনোর ওপর চাপ বাড়ছে। একইসঙ্গে স্থানীয় সরকার সচল রাখা এবং আইনশৃঙ্খলা বজায় রাখা নিয়েও হিমশিম খেতে হচ্ছে তাকে।
গতকাল বুধবার আইনশৃঙ্খলা রক্ষায় সেনা মোতায়েনের পরও ফিলিপাইনে চালের গুদাম ও অন্যান্য ত্রাণসামগ্রী লুটপাট হয়েছে।
ফিলিপাইনে ত্রাণ কাজের সহায়তায় আন্তর্জাতিক প্রচেষ্টা জোরদার হলেও স্থানীয় পর্যায়ে পর্যাপ্ত লোকবল এবং পরিবহনের অভাবে সুষ্ঠুভাবে ত্রাণ সরবরাহ এবং উদ্ধারকাজও করা যাচ্ছে না।
এ সব কাজে সহায়তার জন্য যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটন ও অন্যান্য জাহাজ বৃহস্পতিবার সন্ধ্যাতেই ফিলিপাইন উপকূলে পৌঁছবে বলে জানিয়েছেন মার্কিন এক প্রতিরক্ষা কর্মকর্তা।
এদিকে, জাপানও ফিলিপাইনে ত্রাণকাজের সহায়তায় ১ হাজার সেনাসহ নৌ জাহাজ ও বিমান পাঠাচ্ছে।
দুর্গত মানুষদের জন্য খাবার, পারি ও ওষুধ সরবরাহের কাজে সহায়তার জন্য জাপানের সেলফ ডিফেন্স ফোর্স থেকে ফিলিপাইনে ১ হাজার সেনা পাঠানো হচ্ছে বলে সাংবাদিকদের জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইতসুনোরি ওনোনদেরা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।