আমাদের কথা খুঁজে নিন

   

হুমায়ূন স্যার বেঁচে থাকুক চিরদিন।।।।।

জীবন একখান বাঁশবাগান। খালি বাঁশ আর বাঁশ। ফেসবুকে আমি: facebook.com/bamboo.baash জিমেইলে আমি: bashbamboo@gmail.com

রুপাঃ তুমি কি জানো,আমি তোমার কথা খুব ভাবি? হিমুঃ আমি জানি রুপাঃ সত্যি জানো? হিমুঃ হ্যাঁ জানি রুপাঃ কি করে জানো? হিমুঃ ভালোবাসা টের পাওয়া যায়। রুপাঃ কেন জানি তোমার কথা সব সময় মনে হয়, এর নাম কি ভালোবাসা? হিমুঃ আমার জানা নেই রুপা রুপাঃ তুমি কি আসবে আমাদের বাসায়? হিমুঃ আসব রুপাঃ কখন আসবে? হিমুঃ এক্ষুনি আসছি রুপাঃ এত রাতে এলে বাবা হইচই করবেন, তুমি কি সকালে আসতে পার না? হিমুঃ না রুপা, আমাকে এক্ষুনি আসতে হবে রুপাঃ আচ্ছা বেশ আস হিমুঃ তুমি নীল রঙের শাড়ি পরে আছ? রুপাঃ কে বল তো? হিমুঃ যদি থাকে তাহলে নীল রঙের শাড়ি পরে গেটের কাছে থাকো। আমি এলেই গেট খুলে দেবে।

রুপাঃ আচ্ছা ...আমি গেলাম না। আবারো মাসখানেক এর জন্য ডুব দিলাম। কারন ভালোবাসার মানুষদের খুব কাছে কখনও যেতে নেই। (ময়ূরাক্ষী) -- বইয়ের পাতায় কলমের আঁচড়ে এইভাবে ভালোবাসার কথা আর কেউ এত সুন্দর করে বলতে পারবে বলে মনে হয় না । হুমায়ূন স্যার এই ভালোবাসার বীজ বুনে দিয়েছেন লাখো মানুষের মধ্যে।

হুমায়ূন স্যার কে মিস করব সব সময়। শুভ জন্মদিন স্যার, এদেশের মানুষের হৃদয়ে স্বপ্নের যাদুকর হয়ে বেঁচে থাকবেন চিরদিন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.